নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ নিয়ে কিছু উক্তি বানী এবং স্ট্যাটাস

০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৮




“ রণ ক্ষেত্রে সহস্রযোদ্ধার ওপর বিজয়ীর চেয়ে রাগ–ক্রোধ বিজয়ী বা আত্মজয়ী বীরই বীরশ্রেষ্ঠ”

—- গৌতমবুদ্ধ



শান্তিতে বসবাস করার জন্যেই আমরা যুদ্ধে লিপ্ত হই।

—- এরিস্টটল



“বিপ্লব গোলাপের শয্যা নয়, বিপ্লব হচ্ছে মৃত্যু পর্যন্ত অতীত ও ভবিষ্যতের মধ্যকার সংগ্রাম।”

—- ফিদেল কাস্ত্রো

“আমি বুঝতে পেরেছি যে, আমার আসল নিয়তি হচ্ছে যুদ্ধ করা, যেটা আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে চালিয়ে যাচ্ছি।”

—- ফিদেল কাস্ত্রো



“ একজন খ্রিস্টান হিসেবে প্রতারিত হওয়া আমার কর্তব্য নয়, কর্তব্য হলো সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করা।”

—- আডলফ হিটলার



যারা বাঁচতে চায়, তারা লড়াই করে বাঁচুক। আর যারা লড়তে চায়না, তাদের বাঁচার কোন অধিকার নেই।

—- হিটলার



সন্ত্রাস, নাশকতা, হত্যা এবং বিস্ময়ের মধ্য দিয়ে শত্রুর মনোবল ভেঙে দাও, এটাই যুদ্ধের ভবিষ্যৎ।

—- হিটলার

সেই সাহসী যে পালিয়ে না গিয়ে তার দায়িত্বে থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে।

—- সক্রেটিস



নিজেকে উন্নয়নের জন্য অন্য মানুষের লেখালেখিতে কাজে লাগাও এইজন্য যে অন্য মানুষ কিসের জন্য কঠোর পরিশ্রম করে তা তুমি সহজেই যাতে বুঝতে পার।

—- সক্রেটিস



কঠিন যুদ্ধেও সবার প্রতি দয়ালু হও।

—- সক্রেটিস



“বিপ্লব তো আর গাছে ধরা আপেল নয় যে পাকবে আর পড়বে, বিপ্লব অর্জন করতে হয়।”

—- চেগুয়েভারা



শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও।

—-ভিগেটিয়াস



একটি মিথ্যা বার বার বলা হলে তা সত্যে পরিণত হয়।

—- ভ্লাদিমির লেনিন


আমি তিনটি খবরের কাগজকে একলক্ষ বেয়নেট অপেক্ষা বেশী ভয়করি।

—- নেপোলিয়ান।

দেশ প্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ।

—- টমাস ক্যাম্পবেল।


বুলেট ব্যতীত বিপ্লব হয়না।

—- চেগুয়েভারা।



শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারন গুলো এখনও মরেনি।

—- ওলপিয়ার্ট



জীবন যতক্ষণ আছে বিপদ তত ক্ষণ থাকবেই।

—- ইমারসন



থত্যসূত্র :https://banglawishes.xyz

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪৯

প্রত্যাবর্তন@ বলেছেন: কিছু জানা ছিল, কিন্তু বেশিরভাগই জানা ছিল না । +++

০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।

২| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫৬

গেঁয়ো ভূত বলেছেন: "যারা বাঁচতে চায়, তারা লড়াই করে বাঁচুক। আর যারা লড়তে চায়না, তাদের বাঁচার কোন অধিকার নেই।"
—- হিটলার
এইটা কিন্তু একটা ভালো লাগার মতো কথা ।

০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কথা সত্য-ভালো লাগার মত কথা কিন্তু হিটলার ক্ষমতায় গিয়ে নির্বিচারে গনহত্যা চালিয়েছে।

ধন্যবাদ।

৩| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: ভালই সংগ্রহ করে পোষ্ট করেছেন কবি মাইদুল দা ভাল থাকবেন-------

০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

৪| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩১

শূন্য সারমর্ম বলেছেন:

একটি মিথ্যা বার বার বলা হলে তা সত্যে পরিণত হয়।- এটা লেনিন বদলে নিজেের নাম দিয়েও চালিয়ে দেয়া যাবে।

০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেন নিজের নামে চালাতে হবে ? লেলিন কি এমন কথা বলতে পারেনা। নাকি হাস্যকর মনে হচ্ছে তার এই বানী?

৫| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩১

শায়মা বলেছেন: তার মানে যুদ্ধ ছাড়া শান্তি নাই......

০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: এইতো যুদ্ধ লেগে গেলে যুদ্ধের পরেই তো শান্তি।

৬| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫০

জুল ভার্ন বলেছেন: যুদ্ধের ধ্বংসের মাঝেই নতুনের সৃষ্টি।

০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: যুদ্ধ যেমন ধ্বংস ডেকে আনে তারপর আবার নতুন সৃষ্টিতে ভূমিকা রাখে। ধন্যবাদ।

৭| ০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৫

রাজীব নুর বলেছেন: প্রাচীন চীনা যুদ্ধবিশারদ সান ঝু বলেছিলেন, ‘যখন তুমি দুর্বল তখন শক্তির ভাব ধরবে, যখন তুমি শক্তিশালী তখন দেখাবে দুর্বলতা। তোমার পরিকল্পনা থাকবে অন্ধকারে ঢাকা, যখন আক্রমণ করবে, তা যেন হঠাৎ বজ্রপাতের মতো দেখায়।’

০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর যুক্তিপূর্ণ কথা বলেছেন প্রাচীন এই চিনা। ধন্যবাদ আপনাকে।

৮| ০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: কে কি বলল, তাতে কার কি এসে যায়। যুদ্ধ তো আর থামে না!

০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: যুদ্ধ থেকেই এই অভিজ্ঞতা আর অভিজ্ঞতা থেকেই এসব কথা বলেছেন তারা। ধন্যবাদ।

৯| ০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,



নিজেকে উন্নয়নের জন্য অন্য মানুষের লেখালেখিতে কাজে লাগাও এইজন্য যে অন্য মানুষ কিসের জন্য কঠোর পরিশ্রম করে তা তুমি সহজেই যাতে বুঝতে পার।
সক্রেটিস এর এই মন্তব্যটিই "যুদ্ধ নাকি শান্তি"র রূপরেখা তৈরী করে দিতে পারে।

মানুষের লেখালেখিকে কখনোই কাজে লাগানো হয়না বলেই এখনকার বাস্তবতা হলো ঋণাত্মক শূণ্য এর মন্তব্যটি।

০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: যুদ্ধ পরিহার করতে পারাই সবচেয়ে বড় কাজ। যুদ্ধ বিহীন মানবিক পৃথিবী চাই আমরা। ধন্যবাদ।

১০| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১০:০৫

কৃষিজীবী বলেছেন: যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা,
যুদ্ধ মানেই
আমার প্রতি তোমার অবহেলা৷

০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই কবিতা অনেকেরই পছন্দ। কবি ঠিকই বলেছেন যুদ্ধের সময় প্রেম কিছুটা অবহেলিত।

ধন্যবাদ।

১১| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: যুদ্ধ মানেই বোকার মতো অনেক কিছু বিসর্জন দেয়া।

০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না দিয়ে উপায় কি যুদ্ধ মানেইতো ধ্বংস।

ধন্যবাদ।

১২| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৪৪

নূর আলম হিরণ বলেছেন: গৌতম বুদ্ধই সবচেয়ে সঠিক কথাটি বলেছেন।

০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিন্তু এখন এমন বীর পাওয়া কঠিন।

ধন্যবাদ।

১৩| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১:২৩

নেওয়াজ আলি বলেছেন: এত এত ভালো কথা তারপরও যুদ্ধ হয়। নেতারা এইসব কথা পড়ে না

০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পড়লেই কি, যে যায় লঙ্কা সে হয় রাবন।

ধন্যবাদ।

১৪| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ১:৪৪

বংগল কক বলেছেন:

কুপা ইউক্রেইনরে..........কুপা.............
(বানীঃ বংগল কক)

০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধর রাশিয়ারে, ধর।

ধন্যবাদ নতুন বানীর জন্য।

১৫| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:০১

প্রতিদিন বাংলা বলেছেন: দারুন তথ্য

০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

১৬| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সুন্দর যুক্তিপূর্ণ কথা বলেছেন প্রাচীন এই চিনা। ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন।

০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। ইদানিং আপনার কোন পোস্ট পাচ্ছিনা কেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.