নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

দোয়েল পাখিটি ঈশপের গল্পের কাকের কথা মনে করিয়ে দিল।

০৩ রা আগস্ট, ২০২২ সকাল ৯:৪৪




খোলা জায়গায় পানিভরতি প্লাস্টিকের একটি বোতল পড়ে ছিল। বারবার বোতলটি থেকে পানি পানের চেষ্টা করছিল একটি দোয়েল পাখি। কিন্তু সুচালো ঠোঁটের জন্য পারছিল না। হঠাৎ দোয়েলটি পাশ থেকে ছোট নুড়ি পাথর কুড়িয়ে এনে বোতলের ভেতর ফেলতে শুরু করে। একপর্যায়ে পানি উপচে উঠলে তা পান

করে তৃষ্ণা মেটায় দোয়েলটি। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।



ঈশপের তৃষ্ণার্ত কাক ও তার বুদ্ধিমত্তার জনপ্রিয় গল্পটির মতোই দোয়েলের এই পানি পানের কা- বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। ঈশপ লিখেছিলেন, কলসিতে থাকা পানি পান করতে না পেরে তৃষ্ণার্ত এক কাক তাতে ছোট ছোট নুড়িপাথর ফেলে। এতে কলসির পানি উপচে ওঠে। তখন কাকটি সেই পানি পান করে তৃষ্ণা মেটায়। ছোটবেলায় পড়া সেই গল্প যেন এবার বাস্তব হয়ে ধরা দিয়েছে সবার সামনে। শুধু কাকের জায়গায় এবারের ঘটনায় রয়েছে দোয়েল পাখি।

তৃষ্ণার্ত দোয়েলের পানি পানের ভিডিও ফুটেজটি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গত শনিবার প্রচার করেছে।


ছবি ও তথ্য সূত্র ঃ https://www.dainikamadershomoy.com/

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২২ সকাল ১০:১৪

জুল ভার্ন বলেছেন: প্রত্যাক প্রাণীরই রিজিক যোগাড় করার ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়েছেন।

০৩ রা আগস্ট, ২০২২ সকাল ১১:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাইট। রিজিকের ফায়সালা আকাশে হয় জমিনে নয়। তা না হলে অনেক প্রানী না খেয়ে মরত।


ধন্যবাদ।

২| ০৩ রা আগস্ট, ২০২২ সকাল ১০:৩১

ককচক বলেছেন: কাকের গল্পটাও তাহলে সত্য ছিলো।

০৩ রা আগস্ট, ২০২২ সকাল ১১:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেটাই প্রমাণ হল। ধন্যবাদ।

৩| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:২৭

মেহেদি_হাসান. বলেছেন: বাহ! দোয়েল দারুণ বুদ্ধি ধারণ করে তো

০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই দারুন বুদ্ধির পরিচয় দিয়েছে। ধন্যবাদ।

৪| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
ভিডিওটি দেখিনি। তবে পাখিদের মধ্যে দোয়েল প্রজাতি বেশ বুদ্ধিমান।

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আমাদের জাতীয় পাখি বলে কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.