নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
এখন আর গেরিলা বাতাস নেই
মানুষের মনে মুক্ত আকাশ নেই
চারিদিকে স্যাটেলাইট সংবাদ
সাংবাদিকদের ঘাম ঝরানো পরিবেশনা
তবু মানুষের কাটে না বিষাদ ।
মানুষ হাসতে ভুলে গেছে
হাসবে কি করে?
সুখ যে এক নিরুদ্দেশ পাখি
ছানা পোনা নিয়ে মানুষের মুখের উল্টোদিকে উড়াল দিয়েছে !
কচু পাতায় যেমন থাকে না জল
মানুষের জীবনে নেমেছে দুখের ঢল।
পৃথিবীতে মানুষের নষ্ট ভ্রষ্ট যত অপরাধ
আকাশের চাঁদ তাকিয়ে থাকে নির্বাক
দুর্যোগের দিন শেষ হয়েছে ভেবে;
প্রতিটি মহাদেশে ছড়িয়ে পড়েছে সুখের খোঁজে বিজ্ঞাপন
রাষ্ট্রগুলো ছাড়তে পারেনি পৃথিবী ধ্বংসের পণ।
ছবি নিজের তোলা।
১২ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
২| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: সাংবাদিকদের ঘাম ঝরানো কোন পরিবেশনা এখন আর দেখা যায় না। এসি রুমে বসে স্মার্টফোন টাচের মাধ্যমেই এখন যাবতীয় সংবাদ আদান প্রদান করা হয়। আর কাট-পেস্ট/কপি-পেস্ট ব্যবস্থাদি তো আছেই।
১২ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: একটা সময় ছিল ঘাম ঝরানো পরিবেশে না এখন আর নেই। ধন্যবাদ ভালো থাকবেন।
৩| ১১ ই আগস্ট, ২০২২ রাত ১:২২
জটিল ভাই বলেছেন:
মন্তব্য নয়, কেবলই একটা দীর্ঘ শ্বাস........
১২ ই আগস্ট, ২০২২ রাত ৯:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: অগণিত দীর্ঘশ্বাস জমা হচ্ছে আমাদের জীবন।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।