নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

সুখের খোঁজে বিজ্ঞাপন

০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২৫





এখন আর গেরিলা বাতাস নেই
মানুষের মনে মুক্ত আকাশ নেই
চারিদিকে স্যাটেলাইট সংবাদ
সাংবাদিকদের ঘাম ঝরানো পরিবেশনা
তবু মানুষের কাটে না বিষাদ ।
মানুষ হাসতে ভুলে গেছে
হাসবে কি করে?
সুখ যে এক নিরুদ্দেশ পাখি
ছানা পোনা নিয়ে মানুষের মুখের উল্টোদিকে উড়াল দিয়েছে !
কচু পাতায় যেমন থাকে না জল
মানুষের জীবনে নেমেছে দুখের ঢল।
পৃথিবীতে মানুষের নষ্ট ভ্রষ্ট যত অপরাধ
আকাশের চাঁদ তাকিয়ে থাকে নির্বাক
দুর্যোগের দিন শেষ হয়েছে ভেবে;
প্রতিটি মহাদেশে ছড়িয়ে পড়েছে সুখের খোঁজে বিজ্ঞাপন
রাষ্ট্রগুলো ছাড়তে পারেনি পৃথিবী ধ্বংসের পণ।



ছবি নিজের তোলা।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।

১২ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: সাংবাদিকদের ঘাম ঝরানো কোন পরিবেশনা এখন আর দেখা যায় না। এসি রুমে বসে স্মার্টফোন টাচের মাধ্যমেই এখন যাবতীয় সংবাদ আদান প্রদান করা হয়। আর কাট-পেস্ট/কপি-পেস্ট ব্যবস্থাদি তো আছেই।

১২ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: একটা সময় ছিল ঘাম ঝরানো পরিবেশে না এখন আর নেই। ধন্যবাদ ভালো থাকবেন।

৩| ১১ ই আগস্ট, ২০২২ রাত ১:২২

জটিল ভাই বলেছেন:
মন্তব্য নয়, কেবলই একটা দীর্ঘ শ্বাস........

১২ ই আগস্ট, ২০২২ রাত ৯:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: অগণিত দীর্ঘশ্বাস জমা হচ্ছে আমাদের জীবন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.