নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
ঘটনাটা ২০২০ সালের। এক অসহায় বাবার কান্নায় ভিজে গিয়েছিল নোয়াখালী শহর। সেই বাবার কথাগুলো হুবহু তুলে ধরা হল-
‘নোয়াখালী গুডহিল কমপ্লেক্স হসপিটাল এবং প্রাইম হসপিটাল ডাক্তারদের ভুল রিপোর্ট ভুল চিকিৎসা কারণে আমার মেয়ে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেছে এসেছে । আমার মেয়ের সামান্য পেট ব্যথা ছিল । তাতে তারা কসাইয়ের মত পেটের নিচে কয়েক ইঞ্চি কেটে ফেলে রক্তাক্ত অবস্থায় আমাকে ডেকে আমাকে বলে, আমাদের দ্বারা ওর অপারেশন করা সম্ভব হবে না আপনি দ্রুত ওকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেন। এক মাস পরে আমি নোয়াখালীতে আমার মেয়ের চিকিৎসা করে ফিরে এসেছি। সিটি স্ক্যানে স্পষ্ট উল্লেখ করা আছে তার পেটের ভিতরে কোন রকম সমস্যা ছিলনা। এর বিরুদ্ধে আমি মানববন্ধনের আয়োজন করেছি ১০সেপ্টেম্বর সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে। সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি এর প্রতিবাদ সুষ্ঠু বিচারের। সুস্থ চিকিৎসাব্যবস্থা যেন আমাদের নোয়াখালীতে আমরা করতে পারি আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আমি মেয়ের বাবা মোহাম্মদ রিয়াজুউদ্দিন মিনার আহবান করছি। ’
এ হচ্ছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা। ডাক্তার নামের কষাই গুলো মানুষ হোক। এক অসহায় বাবার কান্নায় ভিজে গিয়েছিল নোয়াখালী শহর। আর কোন শহরে বা গ্রামে কোন বাবার চোখ যেন না ভিজে সন্তানের এমন পরিণতিতে। অপারেশনের আগে কয়েকটি হাসপাতালে যোগাযোগ করে রিপোর্ট কি আসে সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। নয়তো অকালে সন্তান হারিয়ে আপনি হয়ে যেতে পারেন নির্বাক/পাগল/পাথর বা অন্য কিছু।
সুস্থ্য থাকুন বাংলাদেশের সব নাগরিক ও সব বাবা মায়ের সন্তানেরা।
১১ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবও প্রতিবাদ হোক, মানুষ জানুক, বুঝুক। হয়তো একদিন সুদিন আসবে। ধন্যবাদ।
২| ১১ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৩
ভুয়া মফিজ বলেছেন: দু'একটা ব্যতিক্রম ছাড়া দেশের ডাক্তার সমাজ মোটামুটিভাবে কসাই হিসাবে পরিচিত। এদের কাছে চিকিৎসা একটা ব্যবসার নাম। অবশ্য এদের দোষ দিয়েই বা লাভ কি? যেই দেশে ''মানবসেবা'', ''মুল্যবোধ'' শব্দগুলো নির্বাসনে, সেখানে সবকিছু আল্লাহ'র ওয়াস্তে ছেড়ে দেয়া ছাড়া আর কোন গতি নাই।
১১ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এসব কসাইদের উচিৎ শিক্ষা দেওয়া দরকার। সরকার কঠোর হলে, প্রশাসন দুর্বলতা না দেখালে হয়তো কিছুটা সুফল পাবে জনগন।
তবুও স্বাস্থ্যখানে সুবাতাস আসুক সেই কামনা করি।
ধন্যবাদ।
৩| ১১ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩৬
অক্পটে বলেছেন: কোথায় যাব আমরা। আমরা এমন অসহায় হয়ে গেলাম কেমন করে!!!
১১ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভুল চিকৎসা করলে আইনের মুখোমুখি হতে হবে এমন ব্যবস্থা প্রবর্তন করতে হবে।
ধন্যবাদ।
৪| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিচার হওয়া উচিত।
১১ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই বিচার হওয়া দরকার তা না হলে নৈরাজ্য বাড়বেই স্বাস্থ্য খাতে। ধন্যবাদ।
৫| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫২
ইমরোজ৭৫ বলেছেন: চলেন। বিদেশ যাই গা।
১১ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: বিদেশ যাওয়া সমাধান নয় । উন্নত দেশের মতন স্বাস্থ্য সেবা দেওয়াটাই সমাধান। ধন্যবাদ।
৬| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৯
বিষাদ সময় বলেছেন: জীবনে আমি বহুবার ছোট খাট ভুল চিকিৎসার শিকার হয়েছি। কদিন আগে আমার মা চলে গেলেন। আমার ধারনা এর পিছনে চিকিৎসকের ভুল চিকিৎসা কিছুটা দায়ী। যতদিন বিএমএ নামক সঙ্গঠন থাকবে ততদিন চিকিৎসকদের টিকিটা কেউ ছুঁতে পারবেন না।
১১ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: দুঃখজনক । আপনার মায়ের আত্মার মাগফেরাত কামনা করছি। উন্নত বিশ্বের মতন স্বাস্থ্য সেবায় বাংলাদেশে এগিয়ে যাক সেটাই কামনা করি। ধন্যবাদ ভালো থাকবেন।
৭| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৭
অরণি বলেছেন: বিচার হওয়ার উচিত।
১১ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই এ ধরনের কর্মকাণ্ডের বিচার হওয়া উচিত তা না হলে স্বাস্থ্য সেবায় বাংলাদেশ কখনো ভালো কিছু করতে পারবে না। ধন্যবাদ আপনাকে।
৮| ১১ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
২ বছর আগের ঘটনা!!
১২ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: হা দুই বছর আগের ঘটনা শেয়ার করেছি। ধন্যবাদ।
৯| ১২ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪৯
আমি তুমি আমরা বলেছেন: এভাবে ভুল চিকিৎসা না করে প্রথমেই ঢাকায় রেফার করা উচিত ছিল। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই।
১২ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক বলেছেন কিন্তু স্বাস্থ্য খাতে দেখার কেউ নেই। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০৭
জুল ভার্ন বলেছেন: কার কাছে চাইবেন প্রতিকার? কে করবে প্রতিকার??