নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আজকের গল্পটি দুলাভাই শব্দটি ছিনতাই হওয়ার গল্প।
গত মাসে কন্যার খালামণির বিয়ে হয়ে যাওয়ার পর বর যখন আড়াই উল্লাহ করার জন্য শ্বশুরবাড়িতে এসেছে তখন পরের দিন সকালবেলা আমার শ্যালক বরকে ডাকতেছে দুলাভাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন বাজারে যেতে হবে বাজার করতে হবে।
আমি তখন মেয়েকে একটা কেক খাওয়ার জন্য সাজাসাদি করছিলাম। সে বলছিল সে পিস কেক খায় না কাপ কেক খাবে। ঠিক সেই মুহূর্তে যখন তার ছোট মামার মুখে অন্যজনকে দুলাভাই বলতে শুনলো তখন সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, বাবা তুমি ?
এই বাবা তুমি এর মানে হচ্ছে ছোট মামাতো তোমাকেই দুলাভাই বলবে, ডাকবে তাহলে আজকে কেন অন্যজনকে দুলাভাই ডাকছে। তখন আমি বললাম এতদিন যেহেতু খালামণির বিয়ে হয়নি তাই অন্য কাউকে দুলাভাই ডাকেনি । এখন থেকে আমাকে বড় দুলাভাই আর ওকে ছোট দুলাভাই বলবে বুঝছো । তোমার মামার এখন থেকে দুইটা দুলাভাই তখন কান্যা বলল, অ বুঝছি।
তার এই কথা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো-মামা কেন তার বাবাকে বাদ দিয়ে অন্যজনকে দুলাভাই ডাকছে।
১২ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২| ১২ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫২
জটিল ভাই বলেছেন:
মেয়ে নিশ্চই ভাবছিলো, "আজ হতে এ বাড়িতে আর ঠাঁই নাই আপনার। এবার আপনি পথের বিবাগী"
এনিওয়ে, পোস্টে কিছু টাইপো আছে। জটিলবাদ।
১৩ ই আগস্ট, ২০২২ সকাল ৭:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: সে অনেক কিছুই খেয়াল করে। ধন্যবাদ।
৩| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
তাহলে ছিনতাই হয়নি, ভাগাভাগি হয়েছে।
১৩ ই আগস্ট, ২০২২ সকাল ৭:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাগাভাগি হয়েছে। ধন্যবাদ ভাই।
৪| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৪
শেরজা তপন বলেছেন: কেউ না ডাকলে আমরা তো আছি
১৩ ই আগস্ট, ২০২২ সকাল ৭:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: হা হা হা……..।
৫| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ছুটির দিনে পতেঙ্গা গেসেন নাকি পরিবার নিয়ে? ♥️
১৩ ই আগস্ট, ২০২২ সকাল ৭:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: এটা আগের ছবি ভাই।
৬| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। বেশ মজার ছিল কন্যার অবাক হবার বিষয়টি।
১৩ ই আগস্ট, ২০২২ সকাল ৭:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: অবাক ই বটে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০২২ রাত ৯:১২
জুল ভার্ন বলেছেন: দোয়া রইলো। আল্লাহ রাব্বুল আল আমীন হেফাজত করবেন।