নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না-কিন্তু মৃত্যু ঠেকিয়ে দিল সব

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২৩






খায়রুন নাহার ছিলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।

শনিবার (১৩ আগস্ট) গভীর রাতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে দাবি মামুনের। পরে রোববার (১৪ আগস্ট) সকালে নাটোর শহরের বালারিপাড়া এলাকার হাজী নান্নু মোল্লা ম্যানশনের চারতলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তারা ওই বাসায় ভাড়া থাকতেন।

এ ঘটনায় কলেজ শিক্ষিকার স্বামী মামুনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে মামুন প্রতিবেশীদের ডেকে এনে বলেন যে, তার স্ত্রী খায়রুন নাহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রতিবেশীরা তার ঘরে গিয়ে দেখতে পান খায়রুন নাহারের নিথর দেহ ঘরের মেঝেতে শোয়ানো। এতে তাদের সন্দেহ হলে মামুনকে আটকে রেখে পুলিশে খবর দেন তারা।

নাটোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পরিদর্শক শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এছাড়া মামুনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।



জানা যায়, উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহার। প্রথমে বিয়ে করেছিলেন রাজশাহীর বাঘা উপজেলায়। প্রথম স্বামীর ঘরে একজন সন্তানও ছিল। পারিবারিক কলহে সংসার বেশিদিন টিকিয়ে রাখতে পারেননি। তারপর কেটে যায় অনেক দিন। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পরিচয় হয় ২২ বছরের যুবক মামুনের সঙ্গে। মামুনের বাড়ি একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামে। নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

ফেসবুক মেসেঞ্জারে প্রথমে পরিচয়; তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। তারপর ২০২১ সালের ১২ ডিসেম্বর তারা দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৩ মাসের সম্পর্কে রয়েছে ভালোবাসার গভীরতা। আর এ গভীরতা থেকেই বিয়ে করেন তারা। ছয় মাস আগে বিয়ে করলেও তারা তা আত্মগোপন করেন। সপ্তাহখানেক আগে বিয়ের খবরটি ছড়িয়ে পড়ে।



প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। প্রতিটা দিন প্রতিটা ক্ষণ তিনি মানসিকভাবে ভেঙে পড়তে থাকেন। আত্মহত্যা করারও সিদ্ধান্ত নেন তিনি। ঠিক সেই সময় ফেসবুকে পরিচয় হয় মামুনের সঙ্গে। মামুন তার খারাপ সময়ে পাশে থেকে উৎসাহ দিয়েছেন এবং নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখান। মামুন তাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসেন। আর সেই ভালোবাসা থেকেই দুজনের সিদ্ধান্তে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে এ বিয়ে মামুনের পরিবার মেনে নিলেও খায়রুনের পরিবার মেনে নেয়নি। তিনি আজীবন মামুনের সঙ্গে সংসার করে যেতে চান।

মামুন বলেন, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। কে কী বলল, সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়ে জীবন শুরু করেছি।

সেই সময় সবার কাছে দোয়া চেয়েছিলেন মামুন।

কিন্তু মৃত্যু মন্তব্য নয় গন্তব্যকে ঠেকিয়ে দিল।

ফেসবুক, ইউটিউব সহ মিডিয়ার তাদের স্বাক্ষাৎকারে খুশী দম্পত্তি মনে হয়েছিল কিন্তু হঠাৎ করে কেন এই আত্মহত্যা !


এই মৃত্যুর জন্য কে দায়ী-মামুন, নাহার, সমাজ নাকি নেতিবাচক প্রচার, প্রচারণা ..... সময়ই বলে দেবে।

ছবি ও তথ্যসূত্র -সময় নিউজ।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৮

আহলান বলেছেন: সঠিক কারণ তো মামুনই বলতে পারবে। মানুষ তো সমালোচনা করবে, এটা জেনে বা মাথায় রেখেই তারা সংসার বেঁধেছিলো, তাই এই সমাজের কোন কথায় তিনি আত্মহত্যা করেছেন বলে মনে হয় না।

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মামুন যেহেতু গ্রেফতার হয়েছে তাই বেড়িয়ে আসবে আসল সত্য-সেই খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে কিনা। ভাইরাল হওয়ার এ এক জ্বালা। ঠেলা সামলানো সহজ কথা নয়। দুঃখজনক।

ধন্যবাদ ।

২| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৯

জুল ভার্ন বলেছেন: অত্যন্ত দুঃখজনক!

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই দুঃখজনক! ভিডিওতে খুব সুন্দর ও হাসিখশি লাগছিল এই দম্পত্তিকে।

আহা ! মেয়েটি বাঁচতে পারণা।

৩| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৩

জটিল ভাই বলেছেন:
ফেইসবুকে দেখার পর হতেই রহস্যটা বড্ড বেশিই জটিল মনে হচ্ছে।

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মেয়ের ফ্যামিলি এই বিয়ে মেনে নিলে হয়তো আজ এই পরিণতি হতনা।

৪| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৩

আলমগীর সরকার লিটন বলেছেন: সময় এখন কঠিন ধাঁধাঁয়

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধাঁধাঁর সমাপ্তি ঘটবে। ধন্যবাদ।

৫| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্যাপারটা পজেটিভলি নিয়ে ছিলাম। আর আত্মহত্যার বিষয়টা এই পোষ্টে জানলাম।
গত কয়েকবছর ধরে কেমন যেন অস্থির সময় পার করছে। কারো মনে অস্থির পাখি প্রতিনিয়ত ডানা ঝাপটায়। এই সময়ের গন্তব্যে কোথায় জানা নেই।

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিও পজেটিভ নিয়েছিলাম। ভেবে ছিলাম তারা সুখী হবে। কিন্তু সব এলোমেলা হয়ে গেল। সময়ের গন্তব্যে কারো জানা নেই......।

ভাল থাকবেন ভাই।

৬| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ফেসবুকে শিরনামটুকু দেখেছি শুধু, ভিরতের খবর পড়তে ইচ্ছে করেনি।

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মর্মান্তিক। ভাল থাকুন।

৭| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। সহমত।

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ । ভাল থাকুন।

৮| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১০

গেঁয়ো ভূত বলেছেন:


প্রায় সবার মতো আমিও তাদের সম্পর্কের বিষয়টিকে সাধুবাদ জানালেও অনেকের মতো আমার মনেও এক ধরণের শঙ্কা ছিল শেষ পর্যন্ত কি হয়? কিন্তু এত তাড়াতাড়ি এতটা ট্রাজিক ঘটনা ঘটে যাবে তা ভাবনায়ও আসেনি।

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এক ধরনের শংকা ছিল কিন্তু এমন পরিণতি এত তাড়াতাড়ি হবে সেটা আমিও ভাবতে পারিনি।

ধন্যবাদ । ভাল থাকুন।

৯| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২১

জুনায়েদ বি রাহমান বলেছেন: অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা।

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষ পর্যন্ত মেয়েটা বাঁচতে পারল না এটাই দুঃখের । ধন্যবাদ।

১০| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৯

ইমরোজ৭৫ বলেছেন: বাংলার মানুষ বাজে মতব্য করে বেশী। মক্তমনাদের নিয়ে খারাপ মতব্য করে বেশী।

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: এই বাজে মন্তব্য গুলো অনলাইনে চোখে পরে বেশি। ধন্যবাদ।

১১| ১৪ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৯

কিশোর মাইনু বলেছেন: আমাদের স্বভাব খারাপ। আমরা আমাদের ঘরের থেকে পড়শিদের ঘরের প্রতি আগ্রহী বেশী। নিজের ঘরের সমস্যার সমাধান ঠিক না করে আরেকজনের ঘরে কি সমস্যা সেটা বের করতে ব্যাস্ত। আমরা একটা কাজ খুব ভাল পারি। সেটা হচ্ছে আরেকজনের দিকে আঙ্গুল তুলতে। আমাদের এই আরেকজনের দিকে আঙ্গুল তুলার স্বভাবের কারণে আরও অনেক জীবন গিয়েছে। খালি মাঝে মাঝে কয়েকটা চোখের সামনে আসে।

১৪ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাদের প্রতি মানুষের অহেতুক কৌতূহল মন্তব্য ঠাট্টা বিদ্রুপ এগুলোও মৃত্যুর কারণ হতে পারে অথবা তাকে হত্যা করা হয়েছে ।ধন্যবাদ।

১২| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খবরটা মিডিয়ায় আসার আগ পর্যন্ত তারা সুখে নিরুপদ্রব জীবন যাপন করেছে। এই করুণ পরিনতির দায় মিডিয়া এড়াতে পারবেনা।

১৪ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাইরাল না হলে হয়তো সুখেই কাটতো তাদের দিনগুলো কে জানে মামন তাকে হত্যা করেছে কিনা? ধন্যবাদ ভালো থাকবেন ভাই।

১৩| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: পুলিশের তদন্ত থেকে আসল তথ্য না জানা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না। আপনি পোস্টে লিখেছেন যে এই মহিলা আগেও
আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই এটা আত্মহত্যাও হতে পারে। আত্মহত্যা সবাই করতে পারে না। আবার অনেকে বারবার করার চেষ্টা করে।

তবে আত্মহত্যা না হয়ে হত্যাও হতে পারে।

১৪ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: যেহেতু মহিলার আগের সংসারে একটি মেয়ে আছে এবং সে প্রায় ডিপ্রেশনে ভুক্ত তাই এটা আত্মহত্যা হতে পারে আবার মামুন ও তাকে খুন করতে পারে । দেখা যাক কি বেরিয়ে আসে। ধন্যবাদ আপনাকে।

১৪| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না - এ ক্ষেত্রে মন্তব্যই তো গন্তব্যকে ঠেকিয়ে দিল মনে হচ্ছে!
এ জগতে কত মানুষ কত দুঃখ নিয়ে বসবাস করে!

১৭ ই আগস্ট, ২০২২ সকাল ১১:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষ পর্যন্ত মিডিয়া ও কাছের লোকজনের নেতিবাচক মন্তব্য ই কাল হলো মেয়েটির জন্য। আহারে এ সমাজ বাঁচতে দিলনা তারে।

ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.