নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আজকের গল্প গরম চা নাকি করমচা ?
মেয়েকে আমি কবিতা শিখাই। সে আমার সাথে সাথে কবিতা বলে, মুখস্ত করে। কিন্তু সমস্যা হচ্ছে কিছু কিছু লাইনে সে নিজের মতো করে শব্দ যোগ করে বলে ফেলে।
যেমন গতকাল-
আয় বৃষ্টি ঝেপে
ধান দেব মেপে
লেবুর পাতা করমচা
যা বৃষ্টি দূরে যা।
এই কবিতাটার ০৩ নম্বর সে বারবার বলছে- লেবুর পাতা গরম চা, আমি যতই বলি করমচা সে বলে গরম চা। হা হা হা.... হাসতে হাসতে শেষ। পরে তাকে বুঝিয়ে বললাম যে , আমরা যে চা খাই সেটার কথা বলা হচ্ছে না। কমচা একটা ফল। সে ছবি দেখতে চায় গুগলে সার্চ করে তাকে দেখালাম। সে বলল চেরি ফলের মত দেখা যায়।
আবার কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও কিন্তু সে প্রতিবারই এই লাইনে এস বলবে তুমি পেয়ারা খাও ?
ঐ দেখা যায় তাল গাছ
ওই আমাদের গাঁ
..........................।
এই কবিতার একটা লাইন আছে- পান্তা ভাত চাস কি ? সে এই লাইনে এসে বলবে তুমি পান্তা খাও?
তার এই মজার মজার ভুলগুলো আনন্দই দিচ্ছে। ভুল না করলে শিখবে কোথা থেকে তাইনা।
০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। দোয়া কবুল হোক।
আল্লাহ আপনাকে ভাল রাখুন।
২| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১২
অপ্সরা বলেছেন: হা হা এমন আমি যে কত শুনি রোজ রোজ স্কুলে ভাইয়া.....
বাচ্চারা আসলেই মজার......
আর বাবামায়ের কাছে বাচ্চারা যখন এমন বলে কেমন লাগে বাবা মায়ের সে কথা বুঝতেই পারছি।
০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম আপু তুমি রোজ রোজ শুনে অভ্যস্ত তাই অভিজ্ঞতাও বেশি। ধন্যবাদ।
৩| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:২৫
পবিত্র হোসাইন বলেছেন: সুন্দর অনুভূতি।
০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ তো!!
বেশে মিলিয়েছে।
০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাঝে মাঝে ভাললাগে মাঝে মাঝে বিরক্ত লাগে। ধন্যবাদ।
৫| ০৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০৮
কামাল৮০ বলেছেন: চোট বাচ্চাদের ভুল উচ্চারণ শুনতে ভালই লাগে।এই সমস্যা বড়দেরও আছে।শুধু বড়দের না বিভিন্ন জাতির আছে।
০৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ঘুম থেকেই মানুষ শিখে ধন্যবাদ।
৬| ০৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৪
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
শিশুরা শিশুর মতোই। সহজ-সরল-সুন্দর-সত্যবাদী।
আপনার মেয়ে তো ঠিকই বলেছে - লেবুর পাতা দিয়ে গরম চা-ই তো হবে! সেখানে করমচা আসার তো কথা নয়!!!!!!!
এগুলো ভুল নয়, শিশুর বাস্তব থেকে উঠে আসা!
০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর বলেছেন ভাই ধন্যবাদ।
৭| ০৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩০
মুক্তা নীল বলেছেন:
বাচ্চাদের সাথে সময় কাটানোর মুহূর্তগুলো আসলেই আনন্দের । আমি বাচ্চাদের সাথে ওদের ভাষায় ওদের মত করে যখন কথা বলি তখন ওরাও অনেক আনন্দ পায় । মাশাআল্লাহ মেয়েটা বড় হয়ে যাচ্ছে ।
০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক বলেছেন অনেক সুন্দর সময় কাটে বাচ্চাদের সাথে । ধন্যবাদ । ভাল থাকবেন।
৮| ০৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩১
শেরজা তপন বলেছেন: অন্যরকম এক আনন্দের অনুভূতি!
এতদিন মেয়েকে আমি শিখিয়েছি এখন ধীরে ধীরে মেয়ে আমাকে শেখাচ্ছে।
০৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: তাই নাকি বেশ সে কাহিনী লিখুন। ধন্যবাদ।
৯| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩৯
কালো যাদুকর বলেছেন: আপনার মেয়ের জন্য অনেক আদর।
প্রতিদিন এভাবেই আনন্দের গল্প হোক, আমাদের সাথে শেয়ার করতে থাকুন।
০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । দোয়া করবেন । চেষ্টা করব শেয়ার করার।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৪
জুল ভার্ন বলেছেন: আলহামদুলিল্লাহ। এভাবেই নিত্যনতুন গল্পের মধ্যে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক।