|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
পাথর সাজিয়ে বা রং করেও যে এত সুন্দর চিত্রকলা তৈরী করা যায় হঠাৎ দেখলে বিশ্বাস হবেনা। আসলে ক্রিয়েটিভ মন থাকলে সবই সম্ভব। ব্লগ লিখতে আর ছবি আপলোড দিতে দিতে প্রথমে মনে এল সেই বিখ্যাত গান-
শিরোনামঃ পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
কন্ঠঃ তপন চৌধূরী ও শাকিলা জাফর
মুভিঃ ঢাকা ৮৬
পরিচালকঃ শফিকুর রহমান শফিক
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না(২)
মরণ নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না
সোনার জাতি তারাই খোঁজে যারা হৃদয়টাকে চেনে না
ভালোবাসার অনুভবে দুচোখভরা স্বপ্ন রবে
আরতো কিছুই চাই না
তবু প্রেমেরতো শেষ হবে না
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
কুঁড়েঘরে চাঁদের আলো যদি ঝরে পড়েগো অঝরে
সোনার পালঙ্ক চাইনা আমি যদি রাখো জড়িয়ে আদরে
তাজমহলের শ্বেতপাথরে, রাইখা গেলাম খোদাই করে
দুটি নামের ঠিকানা
তবু প্রেমেরতো শেষ হবে না
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না(২)
লা লা লা লা লা লা……… 
এবার ছবিগুলো দেখা যাক- সবগুলোই নেট থেকে নেওয়া।
  
  
  
 
  
  
  
  
  
  
  
 
 
 ১৬ টি
    	১৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৩ ই মার্চ, ২০২৩  বিকাল ৪:০১
১৩ ই মার্চ, ২০২৩  বিকাল ৪:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ । এখন সবচেয়ে ছবি ব্লগ দেন মরুভূমির জলদস্যু ভাই।
২|  ১৩ ই মার্চ, ২০২৩  বিকাল ৩:৫২
১৩ ই মার্চ, ২০২৩  বিকাল ৩:৫২
এম ডি মুসা বলেছেন: আদি যুগে পাথরের সবকিছু ব্যবহার করতে এটা আসলে দারুন আপনার ছবি গুলো
  ১৩ ই মার্চ, ২০২৩  বিকাল ৪:০২
১৩ ই মার্চ, ২০২৩  বিকাল ৪:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ আপনাকে।
৩|  ১৩ ই মার্চ, ২০২৩  বিকাল ৪:২২
১৩ ই মার্চ, ২০২৩  বিকাল ৪:২২
ভুয়া মফিজ বলেছেন: প্রতিটা ছবিই চমৎকার। প্রথম ছবিটা দেখে স্পেনে দেখা মুসলমানদের তৈরী রাস্তা আর বাগানের মেঝের কথা মনে পড়ে গেল। দাড়ান, আমার তোলা কয়েকটা ছবি দেই,
  
   
 
 
  ১৪ ই মার্চ, ২০২৩  সকাল ৯:৪৫
১৪ ই মার্চ, ২০২৩  সকাল ৯:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ওয়াও দারুনতো। ধন্যবাদ ভাই আপনাকে।
৪|  ১৩ ই মার্চ, ২০২৩  বিকাল ৫:২৬
১৩ ই মার্চ, ২০২৩  বিকাল ৫:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: 
- কিছু ছবি আগে দেখা ছিলো।
  ১৪ ই মার্চ, ২০২৩  সকাল ৯:৪৬
১৪ ই মার্চ, ২০২৩  সকাল ৯:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
বেশ ভাল। ধন্যবাদ।
৫|  ১৩ ই মার্চ, ২০২৩  রাত ৯:০৪
১৩ ই মার্চ, ২০২৩  রাত ৯:০৪
করুণাধারা বলেছেন: পাথরের ছবি!!!
চমৎকার।
  ১৪ ই মার্চ, ২০২৩  সকাল ৯:৪৭
১৪ ই মার্চ, ২০২৩  সকাল ৯:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আসলেই সুন্দর। ধন্যবাদ। ভাল থাকবেন।
৬|  ১৩ ই মার্চ, ২০২৩  রাত ১১:০৩
১৩ ই মার্চ, ২০২৩  রাত ১১:০৩
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
 ৫ এবং ৭ নম্বরের ছবি দুটো সুন্দর। 
সবই পাথরের হাসিখুশি ছবি। পাথরের কান্নার ছবি আছে কি ?
  ১৪ ই মার্চ, ২০২৩  সকাল ৯:৪৭
১৪ ই মার্চ, ২০২৩  সকাল ৯:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আছে হয়তো খুঁজলে পাওয়া যাবে। ধন্যবাদ।
৭|  ১৩ ই মার্চ, ২০২৩  রাত ১১:২৩
১৩ ই মার্চ, ২০২৩  রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর।
  ১৪ ই মার্চ, ২০২৩  সকাল ৯:৪৮
১৪ ই মার্চ, ২০২৩  সকাল ৯:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৮|  ১৪ ই মার্চ, ২০২৩  রাত ১২:০৭
১৪ ই মার্চ, ২০২৩  রাত ১২:০৭
মুক্তা নীল বলেছেন: 
ভাই
পাথরের কারুকার্যের ছবি খুব সুন্দর হয়েছে আর এই 
গান আমার অসম্ভব প্রিয় একটি গান ।
  ১৪ ই মার্চ, ২০২৩  সকাল ৯:৫০
১৪ ই মার্চ, ২০২৩  সকাল ৯:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ আপু। 
গানটা আবারও ভালই লাগে। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০২৩  বিকাল ৩:৪৭
১৩ ই মার্চ, ২০২৩  বিকাল ৩:৪৭
দারাশিকো বলেছেন: সুন্দর হইছে। সম্ভবত রানা নামে একজন ব্লগার ছিলেন, ছবি দিয়ে পোস্ট দিতেন রেগুলার।