নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
রাতের হাওয়া জান কি
বলেনি তো কোন জোনাকি
ভালোবেসে তোমায় কাছে পেতে
শত লোকনিন্দা গায়ে মেখে
জীবনের কত কি দিয়েছি নির্বাসন
তুমি আমার হয়েছো এই তো বড় অর্জন।
জানেনা তো সূর্যের আলো
প্রথম প্রহর লাগে ভালো
জীবনে চুপি চুপি প্রেম এলে
বুকের ভেতর স্বপ্নরা পাখা মেলে
প্রেমের জন্য যারা জীবন দিল বিসর্জন
ইতিহাস লিখে রেখেছে তাদের অর্জন।
নদী জানে না তার গতি
প্রখর বাতাসে দিকভ্রান্ত প্রজাপতি
নিদ্রহীন কেটেছে কত রাত্রি আঁধার
হাঁটিনি কতদিন ফুলের বাজার
তোমার জন্য দিয়েছি সুখ বিসর্জন
বুকের মধ্য রাখার অধিকার করেছি অর্জন।
এখন জানুক জানুক জনগণ
তোমার আমার বিয়ের আয়োজন
এখন ভালোবাসার ফুল বাগানে
হাত রেখে হাতে হাসবো দু’জনে
চিরদিনের জন্য আমরা হলাম প্রিয়জন
সুখের গর্জন জানাচ্ছে পরিপূর্ণ অর্জন।
ছবি ক্রেডিট নিজের।
০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
২| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপু।
৩| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০০
কিরকুট বলেছেন: পড়লাম !
০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
৪| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৩
জুন বলেছেন: ভারী সুন্দর এক মনকাড়া কবিতা মাইদুল সরকার।
+
০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক ধন্যবাদ।
৫| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার হয়েছে।
০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই।
৬| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: " তোমার আমার বিয়ের আয়োজন ---------
হাতে হাত রেখে হাসবো দুজন " - আহা ভাই , কি মজা।
নানা সমস্যা-জটিলতায় জীবনে হাসির উপকরন কমে গেছে। এখন যদি বিয়ে উপলক্ষে একটু হাসা যায় তাহলে বিয়েই সই।
পরে যা হবার তাই হবে ।
০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই কেমন আছেন, অনেক দিন ব্লগে আপনাকে দেখি না, ভাবছিলাম আপনার ব্লগ বাড়িতে গিয়ে খোঁজ নিব। তা আপনি ই হাজির হলেন।
আসলেই জীবন থেকে হাসির উপকরণ কমে গেছে।
ধন্যবাদ।
৭| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৮| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:০১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: একটা মাখো মাখে কবিতা পড়লাম !!
ভালো কথা আপনিও চট্টলাবাসী ??
০৯ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আমি চাকরি সূত্রে চট্টগ্রামে বসবাসকারী।
৯| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন:
@মোহামমদ কামরুজজামান
ভাই এইটা দেখেন আনন্দ বাইর হয়া যাবে ।
০৯ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সংসারে সুখ , দুঃখ , ভুল বুঝাবুঝি মান অভিমান সবই থাকবে। তাই বলে তো বিয়ে এড়িয়ে যাওয়া যাবেনা। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার গীতি কবিতা অনেক শুভ কামনা জানাই