নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

বাবা মানে

২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:০৩




বাবা মানে জীবন জুড়ে একটি অভিধান
বাবার কাছে সব সমস্যা আছে সমাধান
গ্রীষ্ম শীত বর্ষা বছর জুড়েই বাবার গায়ে ঘাম
এই জনমে শোধ হবে না ঋণ কেটে দিলেও চাম।

বাবার শাসন সোহাগ ছাড়া সন্তান হয় না মানুষ
বাবা না থাকলে বুঝা যায় অভাব, বুঝে আসে হুশ
জন্মদাতা তোমার প্রতি হাজার সালাম চরণে
তোমাকে ভালোবাসি এ কথা হয় না বলা মরণে।

সন্তান যখন বুঝে না পৃথিবীতে বাবার বুকের ব্যথা
এর চেয়ে এই ধরণীতে কি আর আছে দুঃখের কথা
অনেক কথা অনেক স্মৃতি ভীরে ভালো থেকো বাবা
তোমার মত দেবে সাহস এই জীবনে আর কেবা ?

বাবা মানে আত্মার সাথে আত্মার গভীর টান
বাবা মানে সময় জুড়ে সমাপ্ত অনেক অভিমান
বাবা মানে মাথার উপর বটবৃক্ষের এক ছায়া
বাবা মানে বুকের মধ্যখানে না বলা অনেক মায়া।


ছবি-যুগান্তরের সৌজন্যে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:১৫

নজসু বলেছেন:



বাবা মানে হৃদয়ে বোনা স্বপ্ন বীজের অঙ্কুরোদগম।

২০ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বলেছেন । ধন্যবাদ।

২| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:২৬

বাকপ্রবাস বলেছেন: বাবা নেই রেখে গেছে ছায়া
বাবার জন্য আমার অনেক মায়া

২০ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওপারে ভাল থাকুন আপনার বাবা। খুব সুন্দর বলেছেন। ধন্যবাদ।

৪| ২০ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০৩

আরোগ্য বলেছেন: বাবাহীন জীবন যেন মাঝি বিহীন নৌকা।

২০ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সঠিক উপমা। ধন্যবাদ ভাই। আশা করি ভাল আছেন।

৫| ২০ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: ভাইয়া সাহেব আমি অসহায় হয়ে গেছি আমার বাবা মারা যাবার পর।

২০ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাবা ছাড়া জীবন যেন অসহায়। ধন্যবাদ। ভাল থাকবেন।

৬| ২০ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:২৩

আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আশা করি আপনিও সপরিবারে ভালো। আমাদের মডেল মামুনির কি খবর?

২০ শে জুলাই, ২০২৩ রাত ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো। মডেল মামনি নানার বাড়ি বেড়াতে গিয়েছে। একটু পর পর আমাকে ফোন করছে - বাবা এখন সন্ধ্যার নাস্তা আম খাচ্ছি। একটু পর আবার ফোন দিয়ে বলে বাবা কারেন্ট নেই তোমার এখানে আছে। বাবা বাহিরে এসেছি বাতাস খাচ্ছি দুটো ব্যাঙ এসেছে বাতাস খেতে। তার কথা শুনে হাসতে হাসতে শেষ। দোয়া করবেন ওর জন্য ।ভালো থাকবেন।

৭| ২০ শে জুলাই, ২০২৩ রাত ৮:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছন্দবন্ধ চমৎকার কবিতা। + রইলো।

২০ শে জুলাই, ২০২৩ রাত ১০:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: মন্তব্য এবং প্লাস পেয়ে আনন্দিত হলাম দস্যু ভাই। ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.