নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

যোগিনীচক্র

০১ লা আগস্ট, ২০২৩ সকাল ৯:৫১




কেন আমাকেই ছিনিয়ে আনতে হবে আকাশের ওপার থেকে নক্ষত্রের মালা
মধু মঞ্জুরী লতায় লেপ্টে থাকা সন্ধ্যার অন্ধকার উপভোগ না করে; পোহাতে হবে
জুতার তলা ক্ষয় করে একটি চাকরী জুটাতে না পারার ব্যর্থতায় অক্ষম জ্বালা।

কেন আমাকেই খুঁজে আনতে হবে শাল বনে পূজার দশম দিনে গামারের কাট
হলুদিয়া ফুল যার ছড়ায় সুবাস; আকুলিয়া মধু পান করে কাঠবিড়ালী, ভ্রমর আর টিয়া
মেহেদিতে কবে রাঙাবো পিয়ার হাত ধূসর হয়ে আসে স্বপ্ন কেবল ফুল সজ্জার খাট।

মনে আছে বছর পাঁচেক আগের এক বসন্তে আমার হাতে দেখেছিলে যোগিনীচক্র
সেই যে প্রেমে পড়লে তারপর বায়না প্রতি বসন্তে এই হলুদ বরণ ফুল চাই তোমার
আজও সেই স্মৃতি যেন মৃত আকাশ সঙ্গে নিয়ে আসে কিছু হারিয়ে যাওয়া নক্ষত্র।

আমার যখন সব হলো তখন তুমি আর আমার নেই; তুমি দূরের অন্য কারো হয়ে গেলে
ভাবতেই বুকের ভিতর প্রবল নীল অত্যাচার টের পেলাম, যেন হৃদপিন্ড ছিড়ে ফেলতে চায়
বড় জানতে ইচ্ছে করে তুমি কি তার বুকে বিস্তীর্ণ ডানার ভিতর সবুজ ঘাগের গন্ধ পেলে ?

তবুও তোমার আমার প্রেম ছিল- অনেক তারা ভরা রাত ছিল, যোগিনীচক্র সে প্রেমের স্বাক্ষী ছিল
আকাশের সীমানার অদ্ভুত কুয়াশার চাদরে আমাদের বিগত দিনের সমস্ত স্মৃতি যেন লীন হয়ে যায়
হায় অশ্বারোহী সময় তোমারে আমার কাছ থেকে রঙিন সুতো কাঁটা ঘুড়ির মত করে কেটে নিল।


উৎসর্গ- মরুভূমির জলদস্যু ভাইকে। যার গত কালের -ফুলের নাম গামারি পোস্ট ও মন্তব্য পড়ে কবিতাটি সৃষ্টি হলো।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৬

শেরজা তপন বলেছেন: ভাল লিখেছেন।

০১ লা আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই।

২| ০১ লা আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৩

শাওন আহমাদ বলেছেন: আমার এতো কিসের দায়! শুধু আমিই কেন শ্বাসরুদ্ধ অবস্থায় রাত কে দিন আর দিন কে রাত করবো?আমিই কেন ক্যালেন্ডারের পাতায় দাগ কেটে কেটে হিসেব রাখবো প্রথম দেখা, প্রথম কথা বা প্রথম ভালো লাগার বয়স কত হলো? আমিই কেন মেপে যাবো দীর্ঘদিন কথা না বলে অভিমানের পাহাড় কত বড় হলো? আমিই কেন ইনবক্স ঘেটে পুরানো টেক্সট গুলো পড়ে পড়ে কাচের মতো আছড়ে পড়ে খানখান হয়ে যাবো? শুধু আমিই কেন সকল স্মৃতি গুলোকে প্রহরী হয়ে পাহাড়া দিবো?

০১ লা আগস্ট, ২০২৩ সকাল ১১:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার এই মন্তব্যটা কিন্তু একটা মুক্ত গদ্য হয়ে গেলো। অসাধারণ। হ্যা ভাই কারো কারো দায় পড়ে এসব করার জন্য। অতীত আর স্মৃতি যে ছিন্ন ভিন্ন করে দেয়। ভাল থাকবেন। ধন্যবাদ।

৩| ০১ লা আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৪

শাকিল আহমেদ২৪ বলেছেন: এতো সুন্দর কবিতার আবৃত্তি,, যেন কদম গাছে পদ্মফুল ফুটেছে❤️

০১ লা আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক সুন্দর একটা মন্তব্য। অশেষ ধন্যবাদ ভাই।

৪| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৩:০৭

মোগল সম্রাট বলেছেন:




ভাল্লাগজে

০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাইজান।

৫| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৪:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিছুটা ভিন্ন রূপের প্রেমময় অদ্ভূত সুন্দর কবিতা।

যোগিনীচক্র কি?

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১০:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: যোগিনীচক্র গামারি ফুলের অপর নাম। কোথাও কোথাও গামারি ফুলকে যোগিনীচক্র বলা হয়। তাই কবিতার এই নামকরণ।

৬| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৫:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: উৎসর্গ- মরুভূমির জলদস্যু ভাইকে। যার গত কালের -ফুলের নাম গামারি পোস্ট ও মন্তব্য পড়ে কবিতাটি সৃষ্টি হলো।
অশেষ ধন্যবাদ আপনাকে।

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১০:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ব্লকটা এভাবে মিথস্ক্রিয়ায় এগিয়ে যাক। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.