নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

মন চায় বাপের দুই কানি ক্ষেত বেচে ইচ্ছামত চুলকাই

১২ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩১



অনেক বছর আগে যখন এইচএসসিতে পড়ি এবং হোস্টেলে থাকি তখন এক বন্ধুর চুলকানি হল। সময় অসময়ে সে শুধু সারা শরীর চুলকায়। কেউ একজন বিরক্ত হয়ে বলল, ইস শুরু করছিস কি একটু থাম না।

তখন সে বলল আরে দোস্ত থামমু কি, যখন চুলকানির জ্বালা উঠে মন চায় বাপের দুই খানি খেত বেচে দিয়ে দুইজন কামলা রাইখা শরীলডারে মন মত চুলকাই।

তার এই ডায়লগ শুনে আমরা সবাই হাসতে হাসতে শেষ। ইদানিং আমারও বেশ চুলকানি হচ্ছে রীতি মত এলার্জি হয়েছে এখন সেই বন্ধুর কথাটা মনে পড়েছে। না সে ঠিকই বলেছিল চুলকানি যখন উঠে তখন আর বন্ধ রাখা যায় না। আরো চুলকাতে মন চায়, মন চায় জায়গা জমি বিক্রি কইরা দিয়া মন মত শরীর চুলকাই।

বেগুন খেয়েছিলাম আর খেয়েছিলাম গরুর গোস্ত কিন্তু এগুলো তো এর আগেও খেয়েছি কই তখন তো এরকম এলার্জি হয় নাই। তার বছর পাঁচ বছর আগে একবার এলার্জি হয়েছিল তখন বেশি পরিমাণে ইলিশ মাছ ও গরুর মাংস খাওয়ার ফলে হয়েছিল।

ওষুধ খেয়ে যখন কম ছিল না তখন নারকেল তেলে কাঁচা হলুদ কেটে দিয়ে রেখেছিলাম তারপর সেই তেল ব্যবহার করতে আস্তে আস্তে কমে গিয়েছিল। এবারও তাই করতে হবে দেখছি। প্রথমে চুলকানি মনে করে পেভিসন মলম দিয়েছিলাম। যখন সারছে না তখন ওষুধও খেলাম। চুলকানি কমে গেলেও এলার্জি ঠিকই রয়ে গেছে। চুলকালে ফুলে যাচ্ছে। লাল দাগ হয়ে যাচ্ছে।

ভয়ে এই বর্ষা মৌসুমে ইলিশ খাচ্ছি না। উফ অসহ্য। চুলকানি মনে হয় লজ্জা শরম কমিয়ে দেয়। যখন তখন যার তার সামনে চিপায় চাপায় হাত চালাতে হয় । লজ্জার কথা মনে থাকে না। উফ বাকি কথা পরে হবে আগে চুলকাই।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: চুলকানোর থেকে বেশী শান্তি শুধুমাত্র সকালবেলায় ঘুম থেকে উঠে প্রসাব করতে পারায় আছে! চুলকানির শান্তি দ্বিতীয়!

১২ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: এটাও একটা শান্তির কারণ ধন্যবাদ।

২| ১২ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: চুলকানি যার হয় সে বুঝে এর জ্বালা কি রকম? আল্লাহ আপনাকে শেফা দান করুন।

১২ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমিন। ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ১২ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

শায়মা বলেছেন: এলার্জী শুধু খাওয়া দাওয়াতেই হয় না। ধুলাবালী গরম ঠান্ডাতেও হয় মানে ওয়েদারের জন্য পরিবেশের জন্যও হতে পারে। সত্যিই এলার্জীর কারণ খুঁজে বের করতে না পারলে এর থেকে উপশম প্রায় অসম্ভব।

কোভিডের আগ দিয়ে আমার হঠাৎ খুব এলার্জী হয়েছিলো। প্রায় এক বছর কন্টিনিউ করেছিলো। অবশেষে সিসোনিক্স নামে একটা মেডিসিন খেয়ে এর হাত থেকে বেঁচেছি। আজও জানিনা কিসে সেই এলার্জী হয়েছিলো।

কোভিডও আমাকে এই এলার্জী থেকে রেহাই দিতে পারে মনে হয় কারণ বাইরে বের হইনি দু বছরেরও বেশি সময়।

১২ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাও অবশ্য ঠিক আপু কিসে থেকে এলার্জি হয়েছে বুঝতে পারছি না। এলার্জিতে মনে হয় সবাই অল্প বিস্তর ভুগে থাকেন। যাক আপনি অবশেষে রেহাই পেয়েছেন জেনে ভালো লাগলো।
ধন্যবাদ । ভালো থাকবেন।

৪| ১৩ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৪

ধুলো মেঘ বলেছেন: শরীরের কোন জায়গায় সবচেয়ে বেশি চুলকায়?

১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথমে উরুতে ছিল এখন একেক সময় একেক জায়গায় চুলকায়। ভাল থাকবেন।

৫| ১৩ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৯

শেরজা তপন বলেছেন: আমরা আগে কইতাম;

চুলকানিরে ভাই চুলকানি
দিনের বেলা যেমন তেমন রাইতের বেলা সব খালি..
. :)

১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। ছোট বেলায় আমরাও কত কিছু বলেছি। কিন্তু এখকার ছেলে মেয়েরা বলেনা, শুধু মোবাইল দেখে। ধন্যবাদ।

৬| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: আমি চুলকানি, ঘা ইত্যাদি থেকে মুক্ত।

১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা কি বিশ্বাসযোগ্য কথা!

৭| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১ নম্বর মন্তব্যে বেশ হাসি পেল। :D

১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হাসি পেলেও এটা কিন্তু একটা বাস্তবতা। ধন্যবাদ।

৮| ১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:১৬

ফুয়াদের বাপ বলেছেন: একজন চর্মরোগ ডাক্তার দেখান। এলার্জির অনেকগুলো কারন আছে, আপনারটার সঠিক কারন সনাক্ত করার চেষ্টা করুন। কোন খাবার খেলে (বেগুন-ইলিশ-কঁচু ইত্যাদি) অথবা কিসের (ধূলা-ঠান্ডা-পশম) সংস্পর্শে আসলে আপনার এলার্জি হয় তা বুঝার চেষ্টা করুন। ডাক্তার সাহেব ব্লাড/হরমোনাল কিছু টেষ্ট করাতে পারে কারন নির্নয়ে। মেডিসিন/লাইফস্টাইল মেইনটেইন করে এলার্জি থেকে পরিত্রান পেতে পারেন।

১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ সুন্দর উপদেশের জন্য। ইনশাল্লাহ চেষ্টা করবো। সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.