নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ও দেবলীনা

১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৪৮




পাথুরে পাহাড়ের পারদেশে হঠাৎ ঝুম বৃষ্টি নামলো।
তুমি আমি দুজন তখন বনফুলের ঘ্রানে মোহিত ছিলাম।
তোমার রেশমি চুড়ি চুইয়ে চুইয়ে বৃষ্টির জল পড়ছে ঘাসে।
এলোকেসে পদ্ম হাসে। বাতাসে তখন সংগ্রাম ভিজিয়ে দিতে মাটির গ্রাম।


ঘুম ভেঙ্গে দেখি তুমি নেই। এ যে স্বপ্ন! এখন তুমি স্বপ্নেই হানা দাও।
বিষন্নতায় মন ভরে গেল। যাক এবার বৃষ্টিতে ভেজা যাক,
তোমার বিরহে হোক তবে বৃষ্টি বিলাস।

ভিজে ভিজে দুটো শালিক লুকিয়েছে পাতার আড়ালে,
হিজল ফুল ভেসে এলো পাহাড়ি খরস্রোতা নদীতে।
মনে পড়ে গেল কবে কার কথা-
ভরা পূর্ণিমা রাতে, জোনাকির সাথে পুকুর পাড়ে দেবলীনা বলেছিল আমায়-
পুকুরের জলে হিজলের ফুল যেন অপার্থিব এক মায়া।
তোমায় ভুলতে পারবেনা আমার ছায়া-কায়া।
আমি ফুল তুমি জল, বিচ্ছেদ আমাদের প্রেমের শেষ ফলাফল।

তারপর কোথায় হারিয়ে গেছে দেবলীনা।
জীবনের নৌকা বেয়ে আমি আজ এই পাহাড়ের পাদদেশে নিরুদ্দেশ পথিক।
তুমি আমার হলেনা বেহুলা ।
কোন এক বৃষ্টির দিনে আমি মরলে আমায় নিয়ে কে ভাসাবে ভেলা ?

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.