নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আজ জাতীয় শোক দিবস। শ্রদ্ধাভরে স্মরণ করছি আপনাকে হে সময়ের মহানয়ক, বাঙালী জাতির মুক্তির অগ্রদূত, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৫ই আগস্ট এর কালো রাত্রিতে নষ্ট ভ্রষ্ট একদল অনাকাঙ্ক্ষিত কাপুরুষের হাতে যদি অকালে প্রাণ দিতে না হতো তাহলে এই বাংলার হাজার হাজার মানুষ তাদের একটি ইচ্ছের কথা, একটি স্বপ্নের কথা, তাদের আবেগের কথা বঙ্গবন্ধুকে বলতে পারতেন এবং তাদের চাওয়া-পাওয়াগুলো পূরণ হতো।
আজ সারা দেশে শোক দিবস পালিত হচ্ছে । আমাদের অফিসে আমারা আলোচনা সভা ও মিলাদ মাহফিল মাত্রই শেষ করলাম। ভালো থাকুন আপনি ওপারে। বিচরণ করুন জান্নাতে।
আমি জানিনা বঙ্গবন্ধু বেঁচে থাকলে আপনি বা আপনারা কি ইচ্ছের কথা বলতেন কিন্তু আমি বলতাম -
‘হে স্বপ্নের নায়ক আপনাকে নিয়ে আমি একটি কবিতা রচনা করেছি। যখন কবিতায় আপনার নাম লিখলাম তখন রক্তের ভিতর এক অন্য রকম উন্মাদনা টের পেলাম। মনে হলো আপনি একজন যাদুকর, যার কথায় মানুষ প্রান দিতে পারে, যুদ্ধে যেতে পারে, যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে পারে। আমার কবিতাটা আপনাকে শুনিয়ে ধন্য হতে চাই। যদি দয়া করে আপনি অনুমতি দেন’।
অবিনাশী নাম
কবিতায় যখন লিখলাম বঙ্গবন্ধুর নাম
শিশিরস্নাত কুয়াশা ভোরে,
গোলাপ হেসে উঠে গোলাপ বনে
পাখিরা গেয়ে উঠে গান আপন মনে।
বাংলার সবুজ ঘাস, নীলাকাশের মেঘ
আর উড্ডিয়মান পতাকায়
আমাদের আজো কাটেনা যে ঘোর
অবিনাশী নাম তাঁর শেখ মুজিবুর।
নিঝুম সন্ধ্যায় মনে পড়ে যায়
তুমি বাঙ্গালির মনে-প্রাণে
চির ভাস্বরে স্বাধীনতায় পূর্ণতার স্বাদ
হারিয়ে তোমায় নেমেছে বাংলায়
হাজার বছরের বিষাদ।
আমরা আজও আশায় বুক বাধি
তোমার স্বপ্নে স্বপ্ন দেখি
নতুন দিনের ভোর
অবিনাশী নাম এক শেখ মুজিবুর।
ছবি সৌজন্য-https://www.educationblog24.com/2022/03/hd-photo.html
১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: কবিতা ভালো হয়েছে।
১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালোলাগা মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।
৩| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।
১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন।
৪| ২০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৭
গেঁয়ো ভূত বলেছেন: তিনি সত্যিই একজন কালজয়ী জাদুকর ছিলেন। তিনি তার সম্মোহনী বাঁশির জাদুর ছোঁয়ায় দাসত্বের বন্ধন ছিন্ন করে স্বাধীনতা শব্দটির সাদ আমাদেরকে দিয়েছিলেন।
তাঁকে আমরা যতটা চিনেছিলাম তার চাইতে অধিক বেশি চিনেছিল বাঙালি জাতির শত্রু হায়েনার দল, তাই তাঁকে তাঁর আসল জাদু টি (বাঙালি জাতির আর্থিক মুক্তি) দেখানোর সুযোগ না দিয়ে তাঁকে চিরতরে স্তব্ধ করে দিয়েছিল এক ঝাঁক বুলেট তাঁর বুকে নিক্ষেপ করে!!!
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: বিনম্র শ্রদ্ধা বঙ্গবন্ধু।