|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
 
  
আজকের গল্প আমি ও আমার কন্যার ক্রিয়েটিভিটি-
অনেক দিন হয়ে গেল এই সিরিজের নতুন পোস্ট নেই!!!
প্রতিদিনই তো গল্প তৈরী হচ্ছে তাহলে লিখছিনা কেন ?
আসলে সময় পাওয়া মুসকিল।
ভাবছিলাম অনেক দিন হাতের কাজ কিছু করা হয়না, একটা কিছু করবো। ওয়ান টাইম কফি কাপ বা মগ, উলের সুতা আর লেইস দিয়ে একটি ঝুড়ি তৈরী করেছি। দেখে বাবু ও বাবুর মা বলল, ওয়াও এত সুন্দর। যাক কাজ স্বার্থক হলো।
এবার ঝুড়িতে রাখার  জন্য ফুল বা অন্য কিছু তৈরীর পালা। ফ্রুট ফোম দিয়ে ফুর তৈরী করবো বলে ফোমগুলো রেখে দিলাম। মেয়ে ফোমগুলো ছিড়ে ছিড়ে নষ্ট করছে আর বলছে, এগুলোতো আমার খেলার জন্যই এনেছ। আমি নষ্ট করবই। সে যে নস্ট করবে সেটা আমি জানি তাই কিছু ফোম অন্যত্র সরিয়ে রেখেছে। যেদিন কাজ শুরু করলাম সেদিন সে আর কিছু ফোম নিয়ে তার গহনা ও ঝুটি বানিয়ে আমাকে দেখিয়ে বলল, সুন্দর না। আমি বললাম বাহ বেশতো। তার ক্রিয়টিভিটি দেখে মুগ্ধ হলাম।
ফোম নষ্ট হওয়াতে আমার আর ফুল তৈরী করা হলোনা। আমি ফুল তৈরী না করাতে মেয়ে বার বার বলতে লাগলো কিছু বানাচ্ছ না কনে, আমি বললাম তুমি সব নষ্ট করেছে তাই বানানোর ইচ্ছে নেই। সে বলল এখনও ২টি আছেতো। 
তো সেই ফোম দুটি দিয়ে স্ট্রবেরী বানালাম। এটাও দেখেও সে বলল সুন্দর হয়েছে বাবা। এর মধ্য সে ফোম দিয়ে গোলাম তৈরী করতে চেষ্টা করেছে। 
ছবিতে ছবিতে দেখে নেই বাব মেয়ের ক্রিয়েটিভিটি-
  
  
  
 
  
 
 
 ১২ টি
    	১২ টি    	 +৪/-০
    	+৪/-০  ২৩ শে আগস্ট, ২০২৩  বিকাল ৩:১৮
২৩ শে আগস্ট, ২০২৩  বিকাল ৩:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ। আপনার মুখে ফুল চন্দন পড়ুক। ভাল থাকবেন।
২|  ২৩ শে আগস্ট, ২০২৩  বিকাল ৩:৩৩
২৩ শে আগস্ট, ২০২৩  বিকাল ৩:৩৩
নজসু বলেছেন: 
সত্যি সুন্দর!
  ২৩ শে আগস্ট, ২০২৩  বিকাল ৪:০০
২৩ শে আগস্ট, ২০২৩  বিকাল ৪:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ আপনাকে ভাই।
৩|  ২৩ শে আগস্ট, ২০২৩  বিকাল ৪:২৯
২৩ শে আগস্ট, ২০২৩  বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: বাহ চমৎকার।
  ২৪ শে আগস্ট, ২০২৩  সকাল ১১:১৯
২৪ শে আগস্ট, ২০২৩  সকাল ১১:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ।
৪|  ২৩ শে আগস্ট, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৪
২৩ শে আগস্ট, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৪
মেঠোপথ২৩ বলেছেন: পিতা কন্যার চমৎকার কারুশিল্প
  ২৪ শে আগস্ট, ২০২৩  সকাল ১১:১৯
২৪ শে আগস্ট, ২০২৩  সকাল ১১:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভকামনা।
৫|  ২৩ শে আগস্ট, ২০২৩  রাত ৯:০২
২৩ শে আগস্ট, ২০২৩  রাত ৯:০২
শায়মা বলেছেন: মজার মজার ক্রিয়েটিভিটি! 
  ২৪ শে আগস্ট, ২০২৩  সকাল ১১:২০
২৪ শে আগস্ট, ২০২৩  সকাল ১১:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
হা হা......ধন্যবাদ আপু। শুভকামনা।
৬|  ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ২:৪৩
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ২:৪৩
সোনালি কাবিন বলেছেন: নাইস ।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ৯:২৫
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ৯:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০২৩  বিকাল ৩:০৫
২৩ শে আগস্ট, ২০২৩  বিকাল ৩:০৫
করুণাধারা বলেছেন: ঝুড়িটা সুন্দর হয়েছে। বাবা মেয়ের ক্রিয়েটিভিটি এবং আনন্দময় সময় থাকুক অবিরাম।