নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৩৩

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৮




আপনাদের দোয়া আর ভালোবাসায় আমার কন্যা এবারের মত বেঁচে ফিরেছে। গত ২৭/০৮/২৩খ্রিঃ রাতে হঠাৎ জ্বর সকালে থেকে খিচুনী। উফ! সেই ভয়াবহ দৃশ্য কোন দিন ভুলবনা। আল্লাহ যেন সবার সন্তানকে শেফা দান করেন এবং দীর্ঘ হায়াৎ দেন।

জ্বর থেকে সেরে উঠার পর সে বাহিরে কোথাও যেতে চাচ্ছে, মেজাজ খিটখিটে। আমরা যতই বলি তুমি আর একটু সুস্থ্য হয়ে নাও তখন যাব ঘুড়তে। সে নাছড় বান্দা। ০১/০৯/২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যার আগে সে কান্নাকাটি শুরু করল জাম্বুরী মাঠে যাবে।

এর মধ্য মাগরিবের আযান পরে গেল। নামায পড়ে দ্রুত বের হলাম স্বপরিবারে। জাম্বুরী পার্কে ঢুকে দেখতে পেলাম তখনও ফোয়ারা চলছে। যাক পানি ছিটানো দেখতে পেলাম, এটাই পার্কের সন্ধ্যাবেলার মূল আকর্ষন । ফোয়ার কাছে যেতেই বন্ধ হয়ে গেল।

তার পর সে বেলুন কিনবে বায়না ধরল। বেলুন পেয়ে এত খুশী হল যে সুতা হাতে বেধে দৌড়ে দূরে যাচ্ছে আর কাছে আসছে। তার এই আনন্দ দেখে গত এক সপ্তাহের দুঃখ কষ্ট ভুলে গেলাম।

সন্ধ্যার একটা ছবি উঠালাম। যাটা পোস্টে ব্যবহার করা হয়েছে।

আজ ফিরে না গেলেই কি নয়,
সন্ধ্যা নামুক না
জোনাকি জ্বলুক না
নির্জণে বসি আরও কিছুটা সময়........।

মিতালী মুখার্জি ও তপন চৌধুরীর এক সময়ে জনপ্রিয় এই গানটার কথাই মনে পড়ল ছবিটা তোলার পর।

একদল তরুন গিটার নিয়ে গান গাইছে অদূরে। প্রেমিক প্রেমিকা হেটে যাচ্ছে মৃদু স্বরে কথা বলে। স্বামী- স্ত্রী ও ছোট ছেলে মেয়ে বসে আছে ছড়িয়ে ছিটিয়ে, আমরা বাদাম খাচ্ছি, বাবুর জন্য বাসা থেকে আনা আপেল ও কলা তাকে খেলার ফাঁকে খাওয়াচ্ছি।

কেই কেউ টিকটকের ভিডিও বানাচ্ছে। কিছু কিশোর দলছুট কিশোরীর পিছে পিছে যাচ্ছে। বয়স্ক মানুষেরা হাটছে, কিছুট ব্যায়ামের মত শরীর নাড়াচ্ছে। বন্ধরা গলাগলি করে হাটছে, আড্ডা দিচ্ছে। লেকের পানিতে শহুরে আলো, চারপাশ হালকা অন্ধকার .............. আহা জীবন কতনা সুন্দর।

সবার জীবন সুন্দর ও আনন্দে কাটুক।

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: জীবনের গল্পগুলো এরকমী হয় কবি দা
ভাল থাকবেন----------

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনিও ভাল থাকবেন। ধন্যবাদ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৩

কামাল১৮ বলেছেন: আপনার মেয়ের মঙ্গল কামনা করছি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫২

জুন বলেছেন: আপনার মেয়ের জন্য অনেক অনেক দুয়া আর শুভকামনা রইলো মাইদুল সরকার। বর্তমান অবস্থায় আল্লাহর অশেষ রহমত আপনাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে বরকত দিক।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপু। আল্লাহর রহমতে কঠিন বিপদ থেকে বেঁচে গেছি। মৃত্যুর ভয়াল রূপ কাছ থেকে দেখলাম। আপনার দোয়া কবুল হোক। সুস্থ্য থাকুন।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৮

নজসু বলেছেন:



এবারের সীজনটা বেশিই খারাপ যাচ্ছে ভাই। বাচ্চাদের জ্বর জারি বেশি হচ্ছে। মেয়ে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক অনেক দোয়া রইলো।

মাঠের বিবরণটা এতো সুন্দর করে দিলেন যেন চোখের সামনে দেখতে পেলাম।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

আসলেই সন্ধ্যাটা বেশ ভাল কেটেছিল। বাতাস ছিল, আকাশে হালকা চাঁদের আলো ছিল।

দোয়া আর ভালোবাসার জন্য কৃতজ্ঞতা ভাই।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: জ্বর কাশি প্রায় সব পরিবারে লেগেই আছে । সাবধানে রাখবেন ওদের , সবেমাত্র সুস্থ হয়েছে আল্লাহর রহমতে । তাই এখন দৌড় ঝাঁপ কম করতে দেবেন নাহলে আবার অসুস্থতা বাড়বে । জাম্বুরি পার্কে আমার যাওয়া যাওয়া করেও আর যাওয়া হলো না । কেন যেন যেতে ইচ্ছে করলেও আবার আমার আমি সায় দেয় না । ভালো থাকুন বড় ভাই এভাবে মধ্যবিত্ত আনন্দ নিয়ে !!

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চেষ্টা করছি ভাই যাতে সুস্থতা ধরে রাখতে পারে।

জাম্বুরি পার্কে একদিন ঘুরে যাবেন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশা করি ভাল লাগবে।

ধন্যবাদ।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪৩

ডার্ক ম্যান বলেছেন: কন্যা সবসময় ভাল থাকুক। সে কামনা করি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। আপনিও ভাল থাকুন সবসময়।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কন্যার জন্য শুভকামনা।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন, সুস্থ্য থাকুন।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: অনেক শুভ কামনা।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: এখন এই জ্বরটা সব বাসায় কমবেশি হচ্ছে মাইদুল ভাই। আমি নিজেও ভুগেছি। আপনারা একটু সাবধানে থাকবেন। আমাদের কন্যার জন্য অনেক দোয়া রইলো।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাদের দোয়া আর ভালোবাসাই পথ চলার অনুপ্রেরণা। ধন্যবাদ। ভাল থাকুন। সুস্থ্য থাকুন।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৩

করুণাধারা বলেছেন: আল্লাহ আপনার কন্যাকে সব সময় সুস্থ রাখুন।
এখন সময়টা ভালো নয়। খেয়াল রাখবেন যেন মশা না কামড়ায়।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকুন। সুস্থ্য থাকুন। জ্বী চেষ্টা করছি সাবধনে থাকার।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৪

লিংকন বাবু০০৭ বলেছেন: আপনার মেয়ের জন্য শুভকামনা

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই। ভাল থাকুন।নিরাপদ থাকুন।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

শেরজা তপন বলেছেন: তাই নাকি! কি ভীষণ কঠিন অবস্থা পার করেছেন।
যাক বাবুটা সেরে উঠেছে জেনে আশ্বস্ত হলাম। ভাল থাকুন সুস্থ থাকুন আপনারা সবাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার দোয়া আর ভালোবাসায় বেঁচে থাকুক আমার কন্যা দীর্ঘ জীবন। ধন্যবাদ। শুভকামনা।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

মিরোরডডল বলেছেন:




বাবু ভালো আছে জেনে ভালো লাগলো।

তপন মিতালীর গানটা আমার অনেক প্রিয়, ভীষণ মিষ্টি একটা গান।

মাইদুল চট্টগ্রামে থাকে জানতাম না, আমরা আসলেই অনেক কিছুই জানিনা।

পার্কে মানুষের জীবনের কিছুক্ষনের যে দৃশ্যপট তুলে ধরেছে, সেটা ভালো লেগেছে।

জীবন আসলেই অনেক সুন্দর!

ভালো থাকবে মাইদুল পরিবারের সবাইকে নিয়ে।



০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপু। আপনিও ভাল থাকবেন। কিছুদিন আগে আপনি ভাই হারিয়েছেন জেনে খারাপ লেগেছে। আসলে প্রিয়জন যে হারায় সেই তা অনুভব করে কি যে কষ্ট, কি যে যন্ত্রনা। কিভাবে/ কি কারণে মারা গিয়েছেন জানার ইচ্ছে ছিল(যেহেতু পাবলিক প্লেস এটা শেয়ার করা না করা আপনার ইচ্ছা।)

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৩

মেঠোপথ২৩ বলেছেন: শুভকামনা রইল আপনার কন্যার জন্য ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ । ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.