নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি।
রোববার বেসক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান।
হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন ১ এপ্রিল। চূড়াটি পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ওপরে। সকাল সাড়ে ৮টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান।
তবে অভিযান কিন্তু এখনো শেষ নয়, বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। রোববার ক্যাম্প-৪ এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায়।
এ লোৎসেতে ইতিপূর্বে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে দুটি আট হাজারী শৃঙ্গ চড়েননি। তাই লক্ষ্য পূরণে হলে বাবার আলী করবেন এ বিপজ্জনক খেলায় বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা।
ছবি ও প্রতিবেদন-যুগান্তর এর সৌজন্য।
১৯ শে মে, ২০২৪ বিকাল ৩:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
২| ১৯ শে মে, ২০২৪ বিকাল ৩:৪০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ বাংলাদেশী ভাইকে,
সাহস নিয়ে ইভেন্ট জয়ের আনন্দ দেবার জন্য ।
১৯ শে মে, ২০২৪ বিকাল ৩:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ, আমরা গর্বিত।
৩| ১৯ শে মে, ২০২৪ বিকাল ৫:২৫
আরাফআহনাফ বলেছেন: ডা: বাবর আলীকে অভিনন্দন।
আমাদের চট্টগ্রামের ছেলে এজন্য একটু বেশি গর্ববোধ করি।
ধন্যবাদ মাইদুল ভাই ।
২০ শে মে, ২০২৪ সকাল ৯:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই ভাই, চট্টগ্রামের মানুষেরা আজ গর্বিত। ধন্যবাদ।
৪| ১৯ শে মে, ২০২৪ বিকাল ৫:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ফেসবুকে দেখেছি এই সংবাদ
২০ শে মে, ২০২৪ সকাল ৯:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেশের একটি প্রাপ্তি। ধন্যবাদ।
৫| ১৯ শে মে, ২০২৪ বিকাল ৫:৩৭
করুণাধারা বলেছেন: পহেলা এপ্রিল রওনা দিয়ে আজ ১৯ শে এপ্রিল তিনি এভারেস্ট জয় করলেন! এটা বিশাল এক অর্জন।
২০ শে মে, ২০২৪ সকাল ৯:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই বিশাল অর্জন। অভিনন্দন বাবার আলী ভাইকে।
৬| ১৯ শে মে, ২০২৪ রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন সুস্বাগতম বাবর আলী সাহেব আমাদের গর্ব।
২০ শে মে, ২০২৪ সকাল ৯:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্যালুট তাকে। ধন্যবাদ।
৭| ২০ শে মে, ২০২৪ সকাল ৮:০৪
নজসু বলেছেন:
অভিনন্দন।
শুধু চট্টগ্রামবাসীর নন, আমাদের সবার গর্ব।
২০ শে মে, ২০২৪ সকাল ৯:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেশের জন্য সুখবর বয়ে এনেছেন, দেশের গর্ব। ধন্যবাদ ভাই।
৮| ২০ শে মে, ২০২৪ সকাল ৮:৪৮
এম ডি মুসা বলেছেন: অভিনন্দন, মহিলাদের ভিতরে নিশাত মজুমদার, তিনি বিভিন্ন মন্তব্য করছেন শুনছি কতটুকু সত্যতা জানিনা, প্রথমে জয়ী মুসা ইব্রাহিম, তাকে নিয়ে বলে সন্ধিহান... এ বিষয়ে বিস্তারিত কিছু জানলে বলেন।
২০ শে মে, ২০২৪ সকাল ৯:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেখা যাক তিনি কি বুঝাতে চান। দেমের সুনাম নষ্ট এমন কতা না বলাই ভাল। ধন্যবাদ।
৯| ২০ শে মে, ২০২৪ সকাল ৯:১৭
ডঃ এম এ আলী বলেছেন:
জীবন বাজি রেখে কঠীন পথ পারি দিয়ে হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় আরোহন
খুবই সাহসিকতাপুর্ণ পরিশ্রমী কাজ । বাবর আলীর জন্য রইল অভিনন্দন ।
ছবি সুত্র : যমুনা টিভি
সমুদ্র পৃষ্ঠ হতে মাউন্ট এভারেস্টের উচ্চতা ২৯০২৯ ফুট ।
আর বেস ক্যাম্প হতে মাউন্ট এভারেস্টের উচ্চতা নিন্মরূপ-
There are two base camps on Mount Everest, on opposite sides of the mountains:
South Base Camp is in Nepal at an altitude of 5,364 metres (17,598 ft) , while North
Base Camp is in Tibet at 5,150 metres (16,900 ft) .
দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদ সুত্র হতে উল্লেখিত এই পোষ্টে বলা কথামালা যথা-
হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন ১ এপ্রিল। চূড়াটি পর্বতের ১৫ হাজার
৫০০ ফুট ওপরে। সকাল সাড়ে ৮টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান।
খূব সম্ভবত এ্ই উচ্চতা পর্বতটির বেইস ক্যাম্প হতে হবে ।
দেশের গৌরবগাথা মাখা সংবাদটি সকলের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
২০ শে মে, ২০২৪ সকাল ৯:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: শ্রম আর অধ্যবসায় দিয়ে জয় করলেন এভারেস্ট। দেশের জন্য বয়ে আনলেন সুনাম। সাধুবাদ জানাই তাকে। ধন্যবাদ। ভাল থাকবেন।
১০| ২১ শে মে, ২০২৪ দুপুর ১:৫৫
শেরজা তপন বলেছেন: লোৎসের কি হোল?~ শুধু শুনেই যাচ্ছি তিনি উঠছেন, বাকি খবর তো পেলাম না!
শুনলাম তিনি নাকি বেশ বড় আকারের ঋন করেছেন এই অভিযান সমাপ্ত করার জন্য?
অভিনন্দন বাবরকে।
২১ শে মে, ২০২৪ দুপুর ২:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। লোৎসেও জয় করে ফেলেছেন।
বাবর আলীর শুধুমাত্র পর্বতারোহণ অভিযানে মোট খরচ হয়েছে প্রায় ৪৫ লাখ টাকার মতো। যার একটি বড় পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে ক্রাউডফান্ডিংয়ের (গণ-অর্থায়ন) মাধ্যমে।
১১| ২১ শে মে, ২০২৪ বিকাল ৪:০৬
শেরজা তপন বলেছেন: আমি ব্যাস্ততার জন্য আপডেট রাখতে পারিনি। ধন্যবাদ ভাই জানানোর জন্য।
২৩ শে মে, ২০২৪ দুপুর ১২:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকেও। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০২৪ দুপুর ২:৫৯
ইফতেখার ভূইয়া বলেছেন: বাবর আলীকে অভিনন্দন।