নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৪২

০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৭




গতকাল ছিল বছরের শেষ। সন্ধ্যায় আমার মেয়েকে তার মা বলল, আজ রাত ১২।০০ টায় আতশ বাজি ফুটাবে নতুন বছরকে স্বাগতজানিয়ে।

মেয়ে কথাটা শুনেই বলল, আমি কিন্তু সজাগ থাকবো, দেখবো।

ঠিক আছে যদি সজাগ থাকতে পারো তবে দেখতে পাবে।

মা, আমি গত বছরও রাতে দেখেছি, মনে পড়েছে। সে বলল, আজ বছরের শেষ দিন, আজ আর লেখা পড়া করবনা।

আমি বললাম, তোমার পড়া গুলো একবার আমাকে শোনাও, বই নিয়ে বসতে হবেনা। তার তার সুখস্ত সব পড়াগুলো বলে খেলায় মগ্ন হলো।

রাত ১১।০০ বাজতেই খেয়ে শুয়ে পড়লাম। রোজ রাতের মত আমাকে গল্প বলতে হলো। গল্প শুনে মেয়ে ঘুমিয়ে গেল। ঠিক বারটা বাজার আগেই ছোট্ট বাবুটা জেগে উঠেছে, কান্না শুরু করেছে। পাশের রুম থেকে তার মা তাকে কোলে করে নিয়ে এসে আমার রুমের জানালায় দাড়ালো। তখন পোনে বারোটা বাজে। শুরু হলো আতশবাজী ফুটানো, ছেলে পেলেদের উল্লাস।

তা মা এসব দেখে আফসোস করছে, মেয়েটা ঘুমিয়ে গেলো দেখতে পেলনা।

আমি বললাম, এসব দেখার কি আছে, যাও তুমিও ঘুমাতে যাও। ছোট বাবু বাহিরে অবাক হয়ে তাকেয়ে আছে। যদিও শব্দ তেমন জোড়ালো শোনা যাচ্ছেনা তাই সে ভয় পাচ্ছেনা।

মেয়েকে ডাকলাম, সে উঠে আবার ঘুমিয়ে গেলো। আবার কিছুক্ষণ পরে ডেকে উঠালাম, সে ঘুম ঘুম চোখে দেখেছে আর আনন্দ পাচ্ছে। তার মা বলছে, তুমি আবার এটা স্বপ্ন মনে করোনা।

মা, আমি আজকে রাতে এটাই স্বপ্ন দেখবো। শুধু আতশ বাতি চারদিকে। কিছুক্ষণ দেখার পর সে হাততালি দিল এবং তার ছোট্ট ভাইকে আদর করে ঘুমিয়ে গেলো।

এভাবেই বছরের শেষ দিন শেষ হলো। আর নতুন বছর চলে এলো অনেক আশা, স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে।

সবাইকে নতুন বছরেরর শুভেচ্ছা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৬

আমি সাজিদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুন বছর ভালো কাটুক, ভালো থাকুন, সুস্থ্য থাকুন। ধন্যবাদ।

২| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন

০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.