![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
-----------
-----------------------------
সজনে বা সজিনা অনেকের বাড়তেই আছে গাছিটি। অবহেলা আর অযত্নে পড়ে থাকে। কিন্তু জেনে অবাক হবেন- সজনা ঔষধি গুনসম্পন্ন একটি গাছ । যার পাতা, ফুল, ফল, ছাল সবেই খাওয়া যায়। দুধ, ডিম থেকে বেশি কেলসিয়াম থাকে সজনায়।
এবার ঈদে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে অনেক জিনিসের সাথে কতগুলো সজনে ডাটা দিয়ে দিল। গাছটিকে কোন যত্ন নিতে হয়না, ডাল যেখানে সেখানে পুতে রাখলেই গাছ হয়ে যায়। এর আগে সজনে পাতার ভর্তা করেছি। ডাটাগুলো ফ্রিজে রাখায় শুকিয়ে যাচ্ছে। ডালের সাথে কয়েকবার খাওয়া হলো। আমার, স্ত্রী, কন্যা সবারই ডালের সাথে সাজনা বেশ পছন্দের। এবার নতুন রেসিপি করবো ভাবছি। যেই ভাবা সেই কাজ।
প্রথমে সজনে ডাটা ভালো করে ধুয়ে , কাপড়ে মুড়িয়ে পানি শুকিয়ে সরিষার তেল মেখে চুলার আগুনে পুড়ে নিলাম। তারপর মাঝ বরাবর ফেরে ভিতরের সিন্ধ নিরম স্বাস চামচ দিয়ে ছেচে নিলাম। টমাটো কুচি করে তেলে ভেজে ভালো করে সিদ্ধ করে নিলাম। এবার শুকটা মরিচ, পেয়াজ কুচি ও রসুন কুচি ভেজে নিলাম। পেয়াজ, রসুন নরম হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে। এবার লবন দিয়ে সব একত্রে মেখে নিলাম। ব্যস্ হয়ে গেলো সজনে ভর্তা।
প্রথমে ভয়ে ভয়ে ছিলাম পন্ড শ্রম হয় কিনা ? আমার স্ত্রী খেয়ে বলল, ওয়াও জাস্ট অসাধারণ হয়েছে। আমার কাছেও অনেক ভালো লেগেছে। পরে দেখি সে ফোনে কাকে যেন বলছে, জীবনে প্রথম সজনে ভর্তা খেলাম-অসাধারণ টেস্ট।
বিঃদ্রঃ কেউ যদি ট্রাই করেন তবে ভিতরে যে বিচি থাকে সেটা সিন্ধ না হলে বিজি ফেলে দিতে হবে তা না হলে ভর্তা তিতা হয়ে যাবে।
১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চেষ্টা করবো । ধন্যবাদ।
২| ১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৮
জুল ভার্ন বলেছেন: আজ আমি সজনে কিনেছি- ১৬০/- কেজি।
১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: চট্টগ্রামে ১০০ টাকা কেজি।
৩| ১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৭
ঊণকৌটী বলেছেন: 40/- টাকা কেজি আমাদের এইখানে |
১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: তাহলেতো সস্তা বলা যায়।
৪| ১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫২
নজসু বলেছেন:
আমাদের এদিকে এবার সজনে খুবই কম। বিগত বছরেও প্রচুর ছিলো।
সজনে পাতা, সজনে ফুল ভর্তা খেয়েছি। খোদ সজনে ভর্তার প্রচলন আমাদের এদিকে নেই।
টেস্ট করে দেখতে হবে।
১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। অবশ্যই দেখবেন।
আপনাদের ওদিকে দাম কেমন ?
৫| ১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২১
মিরোরডডল বলেছেন:
মাইদুলের করা ভর্তা দেখতে খারাপ হয়নি।
যে কোন ধরণের শাক-সবজি খেতে পছন্দ করি, একমাত্র অপ্রিয় সবজি হচ্ছে সজনে। যদিও জানি এটা অনেক উপকারি, কিন্তু এর থেকে দূরে থাকি।
ছোটবেলায় আমাদের বাসায় সজনে গাছ ছিলো, সজনে ডাল রান্না করা হতো। আমাকে যখন সজনে খেতে হতো, মনে করতাম নিশ্চয়ই কোন অপরাধ করেছি, তাই শাস্তি হচ্ছে সজনে খেতে হবে।
ইউজ্যালি, আমার হাতের সবজি রান্না বন্ধুরা খেয়ে আবার বক্সে করে নিয়েও যায়।
একবার বাংলা দোকান থেকে মিক্সড ভেজি প্যাকেট এনে রান্না করতে গিয়ে দেখি এর মাঝে সজনে মেশানো।
সেলফ সার্টিফাইড, সেদিনের রান্না এতো অখাদ্য হয়েছিলো যে নিজের রান্না নিজেই খেতে পারিনি, শুধুমাত্র সেই সজনের জন্য
১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য প্রথমেই ধন্যবাদ।
আপনি সজনে পছন্দ করেন না তাই সবজিতে দিলে সেটা ভালো না লাগারই কথা। আপনার সবজি রান্নার হাত ভালো।
ভালো থাকুন।
৬| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৪
খায়রুল আহসান বলেছেন: পোস্ট পড়ে নতুন একটা খাদ্যের রেসিপি পেলাম। সজনে ফুল ও পাতার ভাজি ও ভর্তা আগে খেয়েছি। ও দুটো আমার মায়ের প্রিয় ছিল। কিন্তু সজনে ভর্তার কথা এই প্রথম শুনলাম।
১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। জেনে ভালো লাগলো যে, সজনে ফুল ও পাতার ভাজি ও ভর্তা আপনার মায়ের প্রিয় ছিল। সজনে আসলেই সুপার ফুড।
৭| ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: এই জিনিস আমি কোনদিন খাই নাই। জানেন কোনদিন খাবোও না।
১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ সবাইতো সবকিছু খায়না, খাবেওনা।
৮| ১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: সজনে আমার পছন্দ না। তবে ডালের সাথে মিক্স করে রান্না করলে খেয়েছি। ভালোই লাগে।
২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ । ভাল থাকুন ভাই।
৯| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৫০
আরোগ্য বলেছেন: সজনে আমার পছন্দ না, আজকেও ঘরে সজনের ডাল তাই ডাল খাচ্ছি না। তবে বেগুল আলু শুটকি দিয়ে রান্না করলে খাই। চাপিলা মাছ দিয়ে আলু সজনে ঝোল খুব ভালো গরমের সিজনে।
২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিভিন্ন সবজির সাথে সজনে দিয়ে শুটকি রান্না আমারও ভালো লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৫৬
ঊণকৌটী বলেছেন: সজনে এখন সারা বছরই পাওয়া যায়, রুটি বানানোর সময় সজনে গুঁড়ো মিশিয়ে রুটি খেয়ে দেখবেন |