![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
এই কাঠগোলাপ ফুলের সুবাস যেমন একটা নির্দিস্ট সময় পর্যন্ত থাকে এবং ফুলগুলোও সতেজ থাকে তখন চাইলেই এটা দিয়ে মালা বানানো যায়, দুল বানানো যায় কিংবা মাথায় হেয়ার ব্যান হিসেবে পড়া যায় আবার খোপায় গুজে দেয়া যায়।
আমাদের অন্তর্বর্তী সরকারও ঠিক তেমনই - যারা ক্ষণিক সময়ে জোছনা দেখিয়ে, ক্ষণিক ফুলের সৌরভ ছড়িয়ে বিদায় নিবে। আমরা সেই জোছনায় ভিজতে পারবনা বেশিক্ষণ, আমরা সেই সৌরভও ধরে রাখতে পারবনা বেশিক্ষণ।
চাইলেই সম্ভব নয়। কারণ আমাদের জনগন সেই পুরোনো রীতি ফিরে যাবে, তারা নির্বাজন চায়, অন্য কাউকে ক্ষমতায় দেখতে চায় আর এতে নিজেদের রক্ত বিসর্জন দেওয়া ও লাশ হয়ে বাড়ি ফিরতেও আপত্তি নেই।
অনেক নতুন কিছু উপহার পাবার স্বপ্নে বিভোর ছিল জাতী, সংস্কার করে দেশকে এগিয়ে নিতে দেখতে আগ্রহী ছিলাম আমরা, তরুণ দলের নেতৃত্ব দেখার সাধ ছিল কিন্তু সবই বিপর্যয়ে পর্যবেশিত হবে পুরোনো সিস্টেমে ফিরে গিয়ে।
এক নোবেল জয়ীর পক্ষে একা একটি জাতিকে খাদের কিনাড়া থেকে টেনে উপড়ে তোলা অসম্ভ আর যদি হয় সে জাতী স্বার্থপর, আত্ম প্রবঞ্চক, বিপদগামী, হিংষুটে তবে তো কথাই নেই।
আসলে নিজ জয়েজ ও স্বার্থের বাহিরে গিয়ে মহৎ হতে পারা আমাদের কত জনের সাধ্য আছে ? তাইতো এ সরকার জোছনা দেখাতে পারবে, আমরা সেই জোছনায় ভিজে সুন্দর কিছু বির্নিমান করতে পারবনা।
এই দুঃখ, আফসোস থেকে যাবে আমাদের আমরণ।
২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। রাষ্ট্রের সমস্ত প্রয়োজনীয় খাতে সংস্কার করে নতুন একটি বাংলাদেশ উপহার দেবার এখনই সময়।
২| ২৩ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪১
রাজীব নুর বলেছেন: উপদেষ্টাদের কাজ কি সংস্কার করা?
২৩ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তারা যেহেতু এখন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় আছে তারা সংস্কার না করলে অন্যদল ক্ষমতায় এলে আর সেরকম সংস্কার হবেনা যেটা জনগন চায়।
৩| ২৩ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের জাতীয় ভাবনা অনুন্নত।
২৩ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ কারণেই আমরা পিছিয়ে আছি। ধন্যবাদ।
৪| ২৩ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০০
নতুন নকিব বলেছেন:
দেশটাকে গড়ার জন্য একজন মাহাথিরের প্রয়োজন ছিল আমাদের। অনেক দেরিতে এসে আমরা ড. ইউনুসকে পেলাম। কিন্তু আপাদমস্তক দুর্ণীতিতে মূহ্যমান স্বার্থান্বেষী মহল তাকে বেশি দিন টিকতে দিবে বলে মনে হচ্ছে না।
৫| ২৩ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩১
কামাল১৮ বলেছেন: ইউনুস নিজেই দুর্নীতির মধ্যমণি।ইতিমধ্যেই তার দুর্নীতির ফর্দ অনেক লম্বা হয়ে গেছে।ক্ষমতা ছাড়ার পর বাকি জীবন তাকে জেলেই থাকতে হবে।বিচার ঠিকমতো হলে।
৬| ২৩ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৩
যামিনী সুধা বলেছেন:
ড: ইউনুস কত লক্ষ পরিবারকে উঁচু সুদে ঋণ দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে করেছে, আপনি জানেন?
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:১৩
ধুলো মেঘ বলেছেন: সরকার চাইলে পারে - এই ধারণা তৈরি করার আগে এই সরকারের বিদায় নেয়া উচিত হবেনা। ১৩ কোটি ভোটারের মধ্যে ৭ কোটি হয়তোবা ভোট দিয়ে একটা সরকার বানাবে, কিন্তু উপযুক্ত হিসেবে প্রমাণ করতে না পারলে সেই সরকারকে বিদায় করতে ২ লাখ মানুষই যথেষ্ট।
৫ আগস্টের বিপ্লব স্বৈরাচার হবার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে দিয়ে গেছে।