নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

---প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৪৫---(কন্যার প্রথম বই এর প্রচ্ছেদ আঁকা)

২৭ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৭







আব্বু আমার নতুন রং লাগবে ?


কেন ?

রং শেষ।

আর কিনে দিব না, তুমি শুধু শুধু নষ্ট করো।

আমি শুধু নষ্ট করি ..............। তাহলে এই দেখেন ? অফিস থেকে ফিরেই দিখি সে একটা বই এর প্রচ্ছেদ একেছে।

ব্লগার রূপক বিধৌত সাধুর ২০২৫ এ প্রকাশিত কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় বইটির প্রচ্ছেদ দেখে কন্যা আমার একে ফেলেছে বই এর নতুন প্রচ্ছদ। সকালে নাস্তা খেয়ে শুরু দুপুর পর্যন্ত একটানা সে একে আমাকে সারপ্রাইজ করে দিল।

তার আবদার এবার তো রং পেন্সিল কিনে দেবেন ?

হুম এরকম ভাল আঁকলে তো রং কিনে দিতেই হবে।


তার পর বললাম তোমার আংকেলকে ছবিটা পাঠাই উনি দেখে খুশি হবেন।

আজকে আমাকে বলল, ছবি পাঠিয়েছি কিনা, আমি বললাম আজ ছবি পাঠাবো এবং ব্লগেও পোস্ট দিব।

সে বলল, তাহলে আমাকে দেখাইয়েন।

অবশ্যই দেখাবো।

অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল জাফরিন মালিহা তোমার জন্য।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এভাবেই হয়ত একদিন সে ভালো আঁকতে পারবে। অনেক অনেক দোয়া রইলো তার জন্য।

২৭ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। দোয়া কবুল হোক। ভালো থাকবেন।

২| ২৭ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:০৬

এইচ এন নার্গিস বলেছেন: আপনার কন্যা কে আমার প্রাণ ঢালা অভিনন্দন। চমৎকার তার আঁকিয়ে গুন। দারুণ প্রতিভা মা মনির।

২৭ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সে যখন কমেন্টগুলো আমার কাছ থেকে শুনবে তখন অনেক খুশি হবে। ভাল থাকুন।

৩| ২৭ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মাশাল্লাহ সুন্দর আঁকছেত মা-মনিটা। আল্লাহ নেক হায়াত দান করুন।

২৭ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিন। ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ২৭ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৩

মামুinসামু বলেছেন: আঁকতে পারি সবই
বইয়ের পাতার ছবি
ফুল লতা পাতা
খাতার ছেড়া পাতা
তাইতো আমি ভাবি
এটাই আমার hobby

২৭ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছড়ায় ছড়ায় সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ।

৫| ২৭ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: ছোট্ট মায়ের জন্য শুভকামনা। তাকে বলবেন ছবিটা আমি পছন্দ করেছি। বিশেষ করে ঘরের দরজাটা বেশি ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.