![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
--------------
------------
আশা করি সবাই ভালো আছেন। সুন্দর ও সফলভাবে ঈদ উৎসব পালন করেছেন।
দশদিনের টানা বন্ধে গ্রামের বাড়িতে ভালো সময় কেটেছে। কিছু ছবি শেয়ার করলাম।
মেঠোপথ।
শেষ বিকেল।
কাঠাল পাকার অপেক্ষায়।
কামরাঙ্গা সুন্দরী।
মাকড়সা গোলাপ।
গোল্ডেন ব্যারী দিয়ে আমার কন্যার কানের দুল পড়া(বুদ্ধি দেখে না হেসে পাড়ি না।)
যেমন রূপ তেমন গুণ।
সদ্য পাড়া জাম।
১৫ ই জুন, ২০২৫ দুপুর ১২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ । ভাল থাকবেন।
২| ১৫ ই জুন, ২০২৫ সকাল ১১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মুবারক।
গ্রামে এবার অতিরিক্ত গরম ছিল । কষ্ট হয়েছে খুব
১৫ ই জুন, ২০২৫ দুপুর ১২:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঈদ মোবারক।
হ্যা লোড শেডিং ছিল, গরম ছিল। তারপরেও গ্রামে ভালো ছিলাম। ধন্যবাদ।
৩| ১৫ ই জুন, ২০২৫ দুপুর ২:৪২
নতুন নকিব বলেছেন:
চমৎকার ছবি ব্লগ। ধন্যবাদ।
১৫ ই জুন, ২০২৫ দুপুর ২:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন।
৪| ১৫ ই জুন, ২০২৫ রাত ৯:২৪
মেঠোপথ২৩ বলেছেন: ভাল লেগেছে ছবিগুলো । আপনার কন্যার কানের দুল গোল্ডেণ ব্যারী দিয়ে বানানো লিখেছেন। গোল্ডেণ ব্যারী কি ?
১৬ ই জুন, ২০২৫ সকাল ১১:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: গ্রাম অঞ্চলে অবহেলিত এক প্রকার বুনো লতার ফল কিন্তু বিদেশে এর বেশ চাহিদা আছে। ধন্যবাদ।
১৬ ই জুন, ২০২৫ সকাল ১১:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন: দুঃখিত প্রতিউত্তরে ছবি সংযুক্ত করতে পারছিনা। তাই ৮ নং কমেন্টে গোল্ডেন বেরীর ছবিটি দেখুন।
৫| ১৫ ই জুন, ২০২৫ রাত ৯:৩৩
মিরোরডডল বলেছেন:
মাকড়সা গোলাপ নামে কোন গোলাপ আছে কখনও শুনিনি, দেখিনি।
আমাদের দস্যু বলতে পারবে এটা কি ফুল।
১৬ ই জুন, ২০২৫ সকাল ১১:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুখদর্শন, নাগদামিনী বা সুদর্শন বা নাগদল, বড়ো কানুর বা কোবা রসুন ফুল বাংলা নাম। আর ইংরেজী হচ্ছে Spider Lily আমি এর নাম দিয়েছি মাকড়শা গোলাপ। আমাদের এলাকায় বলে গোর রসুনের ফুল। ধন্যবাদ । ভাল থাকুন।
৬| ১৫ ই জুন, ২০২৫ রাত ৯:৪৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার গ্রামের ছবিগুলি খুব সুন্দর। আপনি যেটাকে 'মাকড়শা গোলাপ' ফুল বলছেন সেটা সম্ভবত 'স্পাইডার লিলি' ফুল।
আপনার মেয়ের কানে দুল ভালোই মানিয়েছে। চুলের মধ্যে ফুল গুজে দিলেও ভালো হত।
আমি ঠিক করেছি গ্রামে গিয়ে ছবি তুলে নিয়ে আসবো। এছাড়া প্রকৃতি নিয়ে ফটোগ্রাফি করবো। সাধারণত এই সব প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ক্যাচাল হয় না। আবার হতেও পারে কার জেলার দৃশ্য বেশী ভালো এটা নিয়ে ঝগড়া হতে পারে।
১৬ ই জুন, ২০২৫ সকাল ১১:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুখদর্শন, নাগদামিনী বা সুদর্শন বা নাগদল, বড়ো কানুর বা কোবা রসুন ফুল বাংলা নাম। আর ইংরেজী 'স্পাইডার লিলি। কাঠ গোলাপ ফুল দিয়ে সে সুন্দর করে মালা বানিয়ে মাথায় পড়েছে, কখনো কখনো ফুল গুজে দেয় আবার ক্লে দিয়ে সে ক্লিপ বানিয়ে পরে।
গ্রাম বা প্রকৃতির ছবি আমারও বেশ লাগ। আপনার ছবি দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
৭| ১৬ ই জুন, ২০২৫ সকাল ১১:০৬
রাজীব নুর বলেছেন: ভালো।
১৬ ই জুন, ২০২৫ সকাল ১১:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
৮| ১৬ ই জুন, ২০২৫ সকাল ১১:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
@মেঠো পথ - ভাই আপনার জন্য এই ছবিটি।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০২৫ সকাল ১১:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কন্যার জন্য শুভ কামনা।