![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রবি সিম ব্যবহার করি।
সাবধান আমি রবি সিম ব্যবহার করি বলে আপনি ব্যবহার করবেন না***************************
কারণ কি জানেন?
প্রতারণা কাকে বলে ,কত প্রকার ও কি কি সব ধরনের জালিয়াতি এই রবি অপারেটরের কাছে জানা আছে।
ভাবছেন এই কথাগুলো আমি বল্লাম কেন?
আজ আমি না বল্লেও কাল সারা বাংলাদেেশর মানুষ বলবে।
কিন্তু কেন?
রবির সাথে তো আমার কোন শত্রুতা নেই তবুয় আমি রবির বিরুদ্ধে কেন লিখছি?
তাই আগে থেকে বলে রাখি সম্পূর্ণ আমার লেখাটি বুঝবেন না।
রবি বাংলাদেশের সুদূর প্রসারি নেটওয়ার্ক সম্পৃক্ত একটি কোম্পানি তা আমরা সবাই জানি। কিন্তু মানুষের সাথে প্রতারণা করার অধিকার তাকে কেউ দে নাই।
প্রতারণা বলতে আমরা কি বুঝি?
এক কথায় আমরা যা বুঝি ধোকাবাজির মাধ্যমে কারো কাছ থেকে কোন সম্পদ,টাকা,পয়সা চিনিয়ে নিলে তাকে প্রতারণা বলে।
এই রবি অপারেটর আমাদের সাথে দিনের পর দিন প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোফিয়ে নিচ্ছে।
কিন্তু কিভাবে?
আমরা সাধারণ মানুষের চোখে ফাকি দিয়ে দিনের পর দিন মোবাইল থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে এই রবি অপারেটর।
আমাদের কি কোন হিসাব আছে আমরা প্রতিদিন কত টাকা ব্যয় করি?
কারো কারো কাছে হিসাব থাকলেও শতকরা ৯০% লোকের কাছে সেই হিসাব মিলে না।
আমার মোবাইলে কোন ভ্যালো অ্যাডেড সর্বিস চালু না করে যখন আমার মোবাইল থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছিল এই রবি অপারেটর তখন আমি কি কারণে আমার মোবাইল থেকে টাকা কেটে নিয়ে গেছে তা জানার জন্য রবি অফিসে কল করি।
এরা আমায় বলেযে আমার মোবাইলে ২টা ভ্যালো অ্যাডেড সর্বিস চালু আছে।
আমি অবাক হলে গেলাম কারণ আমার মোবাইল আমি ব্যাতিত আর কেই ব্যবহার করে না বা আমি কোনদিন কোন রকমে ভ্যালো অ্যাডেড চালু করিনাই।
অহেতুক রবির ফালতু নাম্বার একটা থেকে ফোন আসে আর ফোন কল কেটে দিলেও ফালতু একটা সার্বিস চালু করে দিয়ে দিনের পর দিন জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে এই অপারেটর।
ভোগান্তিতে শুধু আমি না সারা বাংলাদেশের মানুষ এই অপারেটরের ভোগান্তিতে পতিত হয়েছে।
তাই আজ বাংলাদেশের সকল মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ এই অপারেটরের বারুদ্ধে চুড়ান্ত পদক্ষেপ না নিলে বাংলাদেশের কৃষক শ্রমিকের কষ্টের উপর্জীত কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়ে যাবে।
২| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৭
ছাসা ডোনার বলেছেন: শুধু রবি না সব অপারেটর ই এক ই উপায়ে মানুষকে ঠকাচ্ছে, তাই সব অপারেটরের বিরুদ্ধে্ বিটিআরসির ব্যবস্থা নেওয়া উচিত।
৩| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১১
অরন্যে রোদন - ২ বলেছেন: সব অপারেটের চে রবির নামে ধান্দাবাজির অভিযোগ বেশি। ওদের এত এত প্যাকেজ, এত এত ট্যারিফ প্লান যে সকালে একরেট বিকেলে আরেক রেট। সত্যিই। তার ওপর রিচার্জে প্যাকেজ একটিভ হওয়ার যন্ত্রনাতো আছেই। এছাড়া নেটওয়ার্ক সার্ভিস, কাস্টমার কেয়ার সার্ভিসও একদম ফালতু। খালি নিত্যনতুন ধাপ্পাবাজি মারা বিজ্ঞাপন। টিভি রেডিও ইন্টারনেট পত্রিকা সবখানেই শুধু রবির অমুক অফার তমুক অফার। ।এখনতো আবার এয়ারটেল সাথে জুটেছে, দুই বাটপার এক হয়েছে।
৪| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৪
Shakhawath Mohim বলেছেন: দেশীয় সিম আমাদের আসলে ব্যাবহার করা উচিত।
৫| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৭
উড়ালপক্ষী বলেছেন: ধন্যবাদ সুন্দর একটি লেখার জন্য। আমার শেষ লেখাটা এই একই বিষয়ে ছিল। কােন প্রতিকার নাই। ওদের নাম হওয়া উচিৎ " প্রতারক কােম্পানী"।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১৪
শূণ্য পুরাণ বলেছেন: ঠিক বলেছেন,আমিও ভুক্তভোগী।এর একটা সুরাহা দরকার।তবে বিচারটা ডাক ও টেলিযোগাযোগে দেয়া দরকার।সবকিছু যদি হাসিনা দেখা অন্যদের কাজ কি ঘোড়ার ঘাস কাটা?