নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইন মেনে চলুন।

মোহাম্মদ হোসেন

I am a Student of National University of Bangladesh.

মোহাম্মদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

চাকরি দেওয়ার নাম করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতিষ্ঠানটি।

০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:০২

বর্তমানে বাংলাদেশে বেকার যোবকের কোন অভাব নেই। এই সুযোগটা কাজে লাগাচ্ছে এই প্রতিষ্ঠানটি। সামাজিক মাধ্যম তথা ফেসবুক কে তারা বানিয়েছে প্রধান বাহক। আমি একটি দরিদ্র পরিবারে বসবাস করি। পরিবারের ভরণ পোষনের তাগিতে আমার একটা চাকরির প্রয়োজন ছিল।

বাংলাদেশে এমন আরও অনেক পরিবারের যোগ্য সন্তান আছে যারা পরিবারের ভরণ পোষনের তাগিতে চাকরির জন্য হন্ন হয়ে ঘুরছে। 100% ভুয়া Career Bangladesh এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ভুয়া। তারা কোন চাকরি দে না। চাকরি দেওয়ার নাম করে বাংলাদেশের আনাছে কানাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবুজ মানুয়ের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আমি তাদের ফাঁদে পা দিয়ে আজ ভুক্তভুগি।

পেজটির লিংক---https://web.facebook.com/careerbangladesh/
এই পেইজটির মাধ্যমে তারা বাংলাদেশের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

প্রসাশণের সাহায্য সহযোগিতা কাম্য। প্রসাশনের কি এমন ভুয়া প্রতিষ্ঠান চুখে পড়ে না। তাদের বিরুদ্ধে যদি তাদের পেইজে গিয়ে কিছু লিখি সাথে সাথে ব্লক দিয়ে দেয় বলে আমার লেখাগুলো তাদের পেজে গিয়ে বলতে পারছি না। আমার কাছথেকে ১৭০০+১০০০ = ২৭০০টাকা নেওয়ার পর আমি যখন ফোন করি তারা আমাকে বলে যে, টাকাগুলো দিয়ে নাকি তারা কবরস্থান নির্মাণ করবে। আমার কাছে তাদের কু কির্তির কিছু প্রমাণ রয়েছে।

আমি তাদের শত্রু ছিলাম না কিন্তু পরিস্থিতি আমায় এমন করেছে। আপনাদের না জানালে তাদের অপরাধ দিন দিন বৃদ্ধি পাবে। নিচে দেওয়া এটাস্ট ফাইলটা আমাকে পাঠিয়ে আমার কাছথেকে টাকা হাতিয়েছে। আরও একটি কথা সেখানে যাওয়ার আগে আপনাদের এরিয়াতে তাদের কোন শাখা আছে কি না তা জিজ্ঞাসা করেন, দেখবেন তারা বলবে আছে বা শাখা করব। কিন্তু প্রকৃতভাবে খবর নিয়ে দেখবেন তার কোন হদিস আপনারা পাবেন না।
এক একজনকে এক এক ধরণের ঠিকানা দিয়ে তারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে শিক্ষিত জনবলকে তাদের নিকটে এনে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়ে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তারা মানুষকে যে ভাবে প্রতারিত করছে তার কিছু প্রমাণ ফাইল স্বরূপ আপনাদের সামনে উপস্থাপন করলাম।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩১

সুমন কর বলেছেন: পুলিশ কিংবা প্রশাসনের কারো সাথে যোগাযোগ করুন।

২| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৪

ধূসর সপ্ন বলেছেন: পুলিশে খবর দিন

৩| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০

মোহাম্মদ হোসেন বলেছেন: কোন কাজ হবে বলে আমার মনে হয় না। তাই জনগণকে জানানোর চেষ্টা করছি যাতে করে তাদের ফাঁদে পা না দেয়।

৪| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তথ্যপ্রযুক্তি আইনে ডিজিটাল প্রতারণার দায়ে মামলা করুন। প্রেসক্লাবে এসে সংভাদ সম্মেলন করুন। অবশ্যই কিছূ একটা হবে।

সমস্ত তথ্য প্রমানের সফট কপি আর মামলার কপি সহ সকল পত্রিকার ইমেইলে সেন্ড করুন।

কেউ না কেউ উদৌগী হয়ে নিউজ করবেই।

৫| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০

করুণাধারা বলেছেন: আপনার জন্য দুঃখবোধ আর প্রতারকদের জন্য ঘৃণাবোধ করছি। এটা সকলের জানা দরকার, কিন্তু সবাই তো ব্লগ পড়ে না। আপনি কোন পত্রিকায় যদি এটা তুলতে পারেন তবে ভাল হয়।

৬| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:১৯

চাঁদগাজী বলেছেন:



র‌্যাবকে জানান

৭| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: এই ব্যাপারে ব্লগে না লিখে- র‍্যাব এর কাছে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.