| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিলাপী সাদামাঠা টাইপের এক প্রকার মিঠাই ।।
এই মিঠাই খাবার জন্যে মানুষ কত কিছুই না করে । যার সর্বশেষ সংযোজন মিল্লাদ । ১২ই রবিউল আওয়াল নবী করিম সঃ এর ওফাত দিবস এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই দিনে মহানবী সঃ জন্মদিন এই নিয়ে হাজারো মতভেদ বিদ্যমান ।। বিখ্যাত তফসীরবিদ আল্লামা ইবনে কাসির রহঃ এর মতে রাসুল সঃ জন্ম ৮ই রবিউল আওয়াল । আসলে এই দল কথিত আশেকে রসুল নামদারী নবীবিদ্বেসী জসলে জুলুছের আয়োজন করে ।। কিন্তু কার ও মৃত্যুর তারিখে আনন্দ করা শয়তান ছাড়া আর কেউ করবে না ।
০এই প্রশ্নের উত্তর তারা দিবে
যার জন্য এই দুনিয়া তাহার আগমনে আমরা আনন্দ করবো না ?
আচ্ছা কারও সন্তান জন্মে মা মারা গেল । তাহলে সে সন্তানের জন্মদিন শয়তান ছাড়া অন্য কেউ করবে?
ঠিক তেমনি শয়তান এই আয়োজনের হোতা ।
আসুন আমরা সবাই ৬০০হিজরীতে চালু হওয়া এই বিদআত পরিহার করি আর সুন্নাহের অনুসরন করি ।।।
২|
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়ে আসছে এদেশে শত শত বছর ধরে
যদিও ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী পালন কোন লিস্টেড এবাদত না।
বহুদিন প্রচলিত বিশ্ব এজতেমার মোনাজাতও কোন লিস্টেড এবাদত না।
এসব পালন করলে সোয়াব হবে, বা কিছুই হবে না।
পালন না করলে গোনাহ হবেনা অবস্যই।
তবে ফেবু ও ব্লগে কট্টর ওহাবি, হানাফি বা অন্য মতাবলম্বিদের হিংশা ছড়ানো বা এসব নিয়ে বাড়াবারি অনৈতিক। আমাদের এই ভারতীয় ও বাংলা অঞ্চলে ইসলাম প্রচার হয়েছে মুলত সুফি-আউলিয়া, দরবেশদের দ্বারা, তাই এই অঞ্চলে তাদের দির্ঘদিন প্রচলিত মতবাদ ও কালচারাল প্রভাব আমাদের এখানে কমবেশী থাকবেই।
তাই পাকিস্তানি মৌলবাদিদের অনুকরনে এসব পালন নিয়ে বাড়াবারি বা দাঙ্গা হাঙ্গামার উষ্কানি দেয়া অনুচিত ও নিন্দনিয়।
৩|
০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:০৫
মো: মুয়াজ বলেছেন: ওহাবি!!!!!! finally
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২
আহলান বলেছেন: তোর মতো শয়তানেই ভাবে হযরত মোহাম্মদ (সা : ) সাধারন মৃত মানুষ ......