![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
তুমি দেখেছো আমাকে বাহির থেকে,
ভেবেছো অনেক আবেগ মেখে।
বয়স তোমার আবেগের,
তাই তো উপলব্ধি হয়নি বাস্তবের।
পৃথিবীটাকে রেখেছো করতলে,
চলছো তুমি ফিনফিনে পোশাক পরিধান করে।
গ্রীবা ফিরিয়ে দেখো তুমি আমাকে,
আগপাছ না ভেবে,সর্বগ্রাসী হয়ে।
ব্যাঘ্রের মত চাহনি তোমার,
ভয়ে জড়োসড়ো হয়ে,পথ খুঁজি লুকাবার।
তোমার শুভ্র মনটি কালিমাতে ঢাকা,
মাথার ঘিলু একেবারেই ফাঁকা।
গুমরে কাঁদি বিদীর্ণ মনে,এই ভেবে,
তোমার বয়সী রয়েছে আমার ছেলে।
হতচ্ছাড়া তোমাকে বেঁধে দিতে হবে,জোয়ালের সাথে,
তবেই দূর হবে তোমার অশুভ স্বপ্ন দেখা রাতে।
পথে ঘাটে কত মা চিৎকার করে আর্তস্বরে,
তোমাদের দাঙ্গার ভয়ে।
জীবনকে নষ্ট করেছো হেলায়,
মেতে উঠেছো সভ্যতা ধ্বংসের খেলায়।
ঘৃণা তোমাদের প্রতি,
যারা করে বেড়াচ্ছো অন্যের ক্ষতি।
---------(নারী চরিত্রে,কল্পনাপ্রসূত)।
©somewhere in net ltd.