নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বাস্তবের অপূর্ণতাকে কল্পনায় করি পূর্ণ,অন্যের জন্য কিছু করতে না পারলে,জীবনটাই আমার শূন্য।\"

মোঃসালাহ্উদ্দিন

Former officer at Amico Laboratories Limited

মোঃসালাহ্উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কবিতা | দাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩


দাম।
--------মোঃসালাহ্উদ্দিন

দাম বাড়ে পণ্যের,
দাম নেই শূন্যের।
দামি লোক কথা বলে কম,
দামহীন মানুষের থাকে না দম।
দামাদামি চলে কেনাকাটায়,
দাম নিয়ে কিছু লোক গুজব রটায়।
দাম হয় বিভিন্ন রকম,
দাম থাকে পাইকারি বাজারে কম।
দামের মধ্যেই লাভ লস থাকে,
দাম নিয়ে কৃষক পড়ে বিপাকে।
দামি হতে,চলে নানান আয়োজন,
দামি লোকের আছে প্রয়োজন।
দাম থাকে পণ্যের গায়ে লেখা,
দামের কাছে কেউ কেউ খায় ধোঁকা।
দাম নিয়ে ফুটপাতে চলে হাঁকডাক,
দামে দামে থাকে বড় ধরণের ফাঁক।
দামদর করে,চলে কারসাজি,
দামকে নিয়ে কেউ কেউ ধরে বাজি।
দামি জিনিসের থাকে গ্যারান্টি,
দামি জিনিসের প্রতি ছুটে যায় মনটি।
দামি কমদামি থাকে আলাদা,
দামিরা ভাবে অন্যরা গাধা।
দাম দিয়ে যায় না সব কিছু কেনা,
দামি লোককে খালি চোখে যায় চেনা।
দামে আর নামে যারা চায় চলতে,
দাম পায় না কোনো কাজ করতে।
দাম পাওয়া যায় ভাল কর্মে,
দাম বাড়ে সৎ ধর্মে।

চাঁদপুর।
তাং৩১/০১/২০১৯ইং
(ছবি:ইন্টারনেট থেকে)।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ।।শুভকামনা।।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৩

কাওছার আজাদ বলেছেন: দারুণ লিখেছেন ভাই। দামি লোককে খালি চোখে দেখা যায় না।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ।।শুভকামনা।।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ।।শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.