![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
গরিবের সুখ।
-----------মোঃসালাহ্উদ্দিন
গায়ের ছেলে হনহনিয়ে
যাচ্ছে বহু দুরে,
মেঠো পথ ধরে
কুয়াশা ঢাকা ভোরে।
কিনবে শাড়ি গঞ্জ থেকে
নতুন বৌর জন্য,
লাল শাড়ি পেলে
বৌর মনে জাগবে আনন্দ।
মাথার ঘাম পায়ে ফেলে
জমিয়েছে টাকা,
একটি শাড়ি দিতে পারলে
সার্থক হবে বেঁচে থাকা।
বৌ যে তার ভারি মিষ্টি
সহজ সরল অল্পতেই তুষ্টি,
অহংকার শূন্য,রয়েছে তার
মায়া ভরা দৃষ্টি।
বৌকে দেয় নারকেল পাতার গহনা
তালপাতার বাঁশি,
তাই পেয়ে বৌর মুখে
থাকে তৃপ্তির হাসি।
ডাল ভাত দুমুঠো খেয়ে
সুখে কাটে দিন,
স্বপ্ন দেখে রঙিন
সুখ স্বর্গের পরশ মিলছে প্রতিদিন।
চাঁদপুর।
তাং০৩/০২/২০১৯ইং
(ছবি:গুগল থেকে)।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।