![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
উন্নয়ন।
-------মোঃসালাহ্উদ্দিন
ব্যক্ত অনুরণন শুনতে কি পাও কান পেতে,
আধো জীবন ধ্বংস হচ্ছে বিজনবনে।
হাপিত্যেশগুলো মিলিয়ে যাচ্ছে শূন্যে,
কিছুলোকের রাজটিকা মিলছে পূর্ণে।
সাধনায় রত থেকেও,পাচ্ছে না যারা সাফল্য,
এ জীবন নিয়ে তারা তটস্থ।
সাধনাহীন ব্যক্তিরা যখন হয় প্রতিষ্ঠিত,
জাতীয় উন্নয়ন কি করে হবে কাঙ্ক্ষিত।
জ্ঞানের সাঁকো পার হবার জন্য চাই জ্ঞান,
অসৎ উপায়ে নয়,সাধনায়ই পাওয়া যায় স্রষ্টার দান।
কালো মেঘে যবে যায় নীলিমা ঢেকে,
আঁতকে উঠে লোকে তা দেখে।
পবনের ধাক্কায় মেঘে মেঘে ঘর্ষণে নেমে আসে বৃষ্টি,
সূর্য যখন উঁকি মারে,লোকে দেখে বলে আহা কি সুন্দর সৃষ্টি।
অস্ত্র আর রসদে সৈন্য চলে এগিয়ে,
জতির উন্নয়ন হয় প্রকৃত জ্ঞান অর্জনে।
জেগে উঠতে হবে নকল বর্জনে,
হাজারো সম্ভাবনার কলি ফুটবে মলয়ে।
ঝিলের স্বচ্ছ পানিতে পদ্ম যখন ফুটে,
সৌন্দর্য ছড়িয়ে পড়ে চারিদিকে।
মেধা যখন দেশের কাজে আসে,
দেশ তখন উন্নয়নের জোয়ারে ভাসে।
চাঁদপুর।
তাং০৫/০২/২০১৯ইং
(ছবি:গুগল থেকে)।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ।।শুভকামনা।।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০
রাজীব নুর বলেছেন: এই দেশ নিয়ে আমার অনেক স্বপ্ন আছে।
আমি চাই কথিত উন্নয়ন নয় সত্যিকারের উন্নয়ন।