![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
স্বপ্ন।
-------মোঃসালাহ্উদ্দিন
বেলাভূমিতে দাঁড়িয়ে নৈসর্গিক দৃশ্য দেখে অভিভূত,
দিনের অন্তিম মুহূর্তে সাগরের বুকে সূর্যটি ডুবন্ত।
উড়ে যাচ্ছে বিহঙ্গ অন্তরীক্ষ,
সুহাসিনী এলো চুলে ঘুরছে চারিদিক।
চপল মন অশ্বগতির ন্যায় করছে ছুটাছুটি,
নিকষ অন্ধকারে নিভে গেছে দিনের বাতি।
সুনসান নীরবতা সময়কে করছে গ্রাস,
যেনো অচেনা সমুদ্র তটে বাস।
বাহুবলহীন বধির হয়ে,অধীর দৃষ্টিতে খুঁজছি আলো,
দরাজ কণ্ঠে স্বপ্নের ঘরে সুমিষ্ট কেউ এলো।
পরিধেয় বস্ত্র নান্দনিক নিপুণ কারুকার্যময় শাড়ি,
আসমান জুড়ে তার বাড়ি।
রিক্ত মনে অপলক দৃষ্টিতে দেখছি তাকে,
শির উঁচিয়ে মুচকি হাসে।
পুষ্প কাননে পল্লবে দোল লাগে,
রক্তের শিরা উপশিরায় বিন বাজে।
তৃষিত মনে নিলাম তাকে আপন করে,
সমস্ত প্রেম ভালোবাসা দিয়ে জড়িয়ে।
অন্ধকার বড়ই নির্দয় চলে গেলো,উদয় হলো দিনের আলো,
এক মুহূর্তে স্বপ্ন আমার ভেঙে গেলো।
মনের ক্লিষ্টতা দূর হলো,
নতুন দিনের সুন্দর একটি ভোর হলো।
চাঁদপুর।
তাং০৯/০২/২০১৯ইং
(ছবি:গুগল থেকে)
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।শুভকামনা।।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।