![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Administrative Office Assistant at Medistorebd.com
অন্যের ব্যবহৃত থার্মোমিটারে আপনি ব্যবহার করছেন। তা যদি ভালো ভাবে না ধুয়ে নেন। তার মুখের ব্যাকটেরিয়া আপনার শরীরেও চলে আসতে পারে। আর অন্যের মুখে দেওয়া জিনিসটি আবার আপনি ব্যবহার করবেন। আর চিন্তা নয়। এখন থেকে দূর থেকে শরীরে তাপমাত্রা নির্নয় করতে পারবেন কোনঝামেলা ছাড়াই। যেহেতু এটা দূর থেকে ধরেই আপনার শরীর তাপমাত্রা মাপতে পারে। তার কারনে কারো মুখের ব্যকটেরিয়া আপনার মুখে প্রবেশ করতে পারবেনা। আর ঝামেলাও নেই। তাই আর দেরী না করে ক্লিক করুন
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬
পলাশবাবা বলেছেন: ২৫০০ টাকা দিয়ে যে মানব সন্তান Medistorebd ভাইয়ের এই ডিজি থার্মো 'ব্যক্তিগত' ব্যবহারের জন্য কিনবেন , তিনি কাইন্ডলি এখানে পোষ্ট দিয়েন। চেহারা না হোক নিক টা অন্তত দেখার বাসনা আছে মনে। ধন্যবাদ।
মেডিস্টোরবিডি ভাই আপনার দোকানে কোন ঔষধ নাই নাকি আমি খুজে পাইলাম না বুঝতেছি না।
পারসোনার প্লেজার সেকশনে আপনি পুরুষের প্রতি আবিচার করেছেন,
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২
লিংকন১১৫ বলেছেন: Non-Contact Infrared Thermometer তো অনেক কম দামিও আছে ।
Medistorebd ভাই বা বইন আপনি বলতে পারেন হসপিটাল গুলোতে কেন এগুলা ব্যাবহার করা হচ্ছে না , সব হসপিটালে বাধ্যতা মুলক করা হোক ।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫
Medistorebd বলেছেন: হ্যা ভাই বাজারে আরো কম মূল্যের পন্য আছে। কিন্তু অন্য গুলোর থেকে ভালো বিধায় এটার দাম একটু বেশী। আর এটা ব্র্যান্ডের তো আবার এটার সাথে ওয়ারেন্টি থাকে। ভাইয়া আপনি বলেছে যে সব হ্সপিটাল গুলোতে বাধ্যতা মূলক করার জন্য। সেটা আপনার আমার সবার প্রচেষ্টায় সম্ভব।
আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা তো আমাদের ডিজিটাল হতে বলেছেন। তিনি আপ্রান চেষ্টা করছেন দেশটা ডিজিটাল করার জন্য।