![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Administrative Office Assistant at Medistorebd.com
শরীরে বিভিন্ন অঙ্গে ব্যাথা, মাংসপেশী শক্ত হয়ে যাওয়া, ঘাড় ও হাতের উপরিভাগের ব্যাথা বা ফ্রোজেন সোল্ডার এর ব্যাথা নিরাময়ে আক্রান্ত স্থানে আইআর রশ্মি প্রয়োগ করে ম্যাসাজ করা হয়।যার ফলে আক্রান্ত স্থানে রক্ত চলাচল সচল হয় এবং ব্যাথা প্রশমিত হয়। এই রশ্মির প্রভাবে রক্ত সংবহন এবং কোষের জৈবিক কার্যকলাপ বৃদ্ধি পায়। এটি সমস্ত দেহের তাপমাত্রা বৃদ্ধি না করে ত্বকের প্রয়োজনীয় জায়গায় তাপ বৃদ্ধি করে এবং ত্বকে শিথিলতা আনে। রক্তনালীগুলোকে প্রশস্ত করে এবং ত্বকে রক্ত পরিবহনের মাত্রা বৃদ্ধি করে ত্বকের কোষ কলাকে উদ্দীপ্ত করে। কোষ কলার মেটাবলিজম বা কার্যকারিতা বৃদ্ধি করে ও ত্বকের রাসায়নিক পরিবর্তনে সাহায্য করে। যেহেতু এই রশ্মি ত্বকের গভীরে পৌঁছে ফলে ত্বকের সেই অংশটুকুতে সামান্য গরম ও আরাম অনুভূত হয়, রক্তসঞ্চালন বৃদ্ধি পায় এবং ক্ষতিগ্রস্ত মাংসপেশীগুলো শিথিল হয়ে ব্যাথা-বেদনা দূর হয়। আর আইআর রশ্মি টা যে যন্ত্রটি প্রয়োগ করে তাহলো ইনফ্রারেড থেরাপি ল্যাম্প এর মাধ্যেমে। আর এই ব্যাক্তিগত ব্যবহার এর জন্য। তাই আর দেরী না করে বিস্তারিত জানতে view this link
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭
Medistorebd বলেছেন: ভাইয়া এটাতে ৩ বছরের ওয়ারেন্টি থাকে বিধায় চিন্তার করার দরকার নেই।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ইনফ্রারেড থেরাপি ল্যাম্প আমি ব্যবহার করছি, ফিলিপস এর টা। প্রায় চার বছর হতে চলল, দারুণ সার্ভিস দিচ্ছে। কার্যকর থেরাপি।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: ব্যাথা কমলে তো ভালোই। কিন্তু কয়দিন পর নষ্ট হয়ে যায়।