![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Administrative Office Assistant at Medistorebd.com
সাধারণত পালস মাপার যন্ত্র শরীরের কোথাও স্থাপন করলে ব্যক্তির চলাচল বা হাত-পা নাড়ানো কঠিন হয়ে যায়। কিন্তু নতুন স্মার্ট পালস অক্সিমিটার বানানোই হয়েছে এমনভাবে, যাতে করে এটি শরীরে লাগিয়ে একজন ব্যক্তি যেভাবে খুশি চলাচল করতে পারবে। সিলিকনের তৈরি পুরনো যন্ত্র বাদ দিয়ে নতুন এ যন্ত্রটি বানানো হয়েছে কার্বননির্ভর জৈব প্রযুক্তি দিয়ে। যেহেতু এটা পোর্টেবল এবং ব্যান্ড-এইডের মতো পাতলা এ সেনসর খুব সহজেই আঙুলের ডগায় লাগিয়ে নেওয়া যায়। এতে দৈনন্দিন কাজ করতেও অসুবিধা হবে না, আবার একই সঙ্গে রক্তে অক্সিজেনের মাত্রা আর পালসও ঠিকমতো মাপা সম্ভব হবে। স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা এ যন্ত্রটি হাতের আঙুলে জড়িয়ে এখন থেকে খুব সহজেই ব্যায়াম বা জগিং করার সময় নিজেদের পালসের গতি নিজেরা পর্যবেক্ষণ করতে পারবে। তাই আর দেরী না করে view this link
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২
মাহমুদুর রহমান বলেছেন: বাহ!চমৎকার।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯
সুমন কর বলেছেন: ৳ 1,800 !! একটু বেশিই....
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: বিজ্ঞাপন আমাদের জীবন খুব সহজ করে দিচ্ছে।
আর ধর্ম?