নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আপনার সন্তানকে নেশার মরন ছোবল থেকে রক্ষা করুন

০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৩

নেশার মরন ছোবল থেকে আপনার সন্তানকে রক্ষা করুন
-----------------------------------------------
লক্ষ্য করুন:-
১।আপনার সন্তান প্রতিদিন কোথায় যাচ্ছে,কাদের সাথে আড্ডা দিচ্ছে।
২।আপনার সন্তান নিয়মিত পড়াশুনা করছে কিনা।
৩।আপনার সন্তানের স্বাভাবিক আচরনে কোন পরিবর্তন এসেছে কিনা।
৪।কোন কারন ছাড়াই অর্থের চাহিদা বেড়ে গেছে কিনা।
৫।আপনার সন্তান কি দেরিতে বাড়ি ফিরছে।
৬।আপনার সন্তান কি ঠিকমত খাওয়া দাওয়া করছে।
৭।বাড়িতে অবস্থানকালে পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা ,অন্য সম্পর্কে বা সব সময় চিন্তিত থাকছে কিনা।
৮।নিজেকে সব সময় ঘরে আবদ্ধ রাখার চেষ্টা করছে কিনা।

যদি বুঝতে পারেন আপনার সন্তান নেশার জগতে পা বাড়িয়েছে,তাহলে আর দেরি না করে তার সাথে খোলামেলা আলোচনা করুন।তার সমস্যা সম্পর্কে অবগত হোন এবং সমাধানের চেষ্টা করুন।তাকে ঘৃণার চোখে না দেখে আদর, স্নেহ ভালবাসা দিয়ে মরন পথ থেকে ফিরে আনার চেষ্টা করুন।মনে রাখবেন একমাত্র আপনিই আপনার সন্তানকে নেশার পথ থেকে ফিরে আনতে পারেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.