![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
পতিতার রক্তাক্ত উরু
---------------------------------------
যখন রাস্তার কোন গলি কিংবা স্টেশন,বাজারের কোন এক কৌণিক চত্তরে আমাদের আনাগোনা (অবশ্য সন্ধ্যারাত থেকে মধ্যে রাত পর্যন্তই বেশি) ,ঠিক তখন ঐ পথ ধরে কামুক বাবুদেরও চলাচল নিতান্তই বেড়ে যায়।আমারা থাকি পেটের ধান্ধায় আর বাবুরা থাকেন কামের ধান্ধায়।সুযোগ পেলেই শান্ত স্বভাবের বাবুরা যে কতো হিংস্র রূপ ধারন করতে পারে তা বোঝা যায় ঠিক তখন , যখন কিনা বাবুর লৌহদন্ডের দ্বারা আমার কুমারীত্বের পর্দা ভেদ করে ফোটা ফোটা লোহিত কণিকা আমার দুই উরু বেয়ে শুভ্র বস্ত্রদ্বয়কে লাল আভায় রঞ্ছিত করে।বাবুদের এহেন কান্ডে উপভোগের চাইতে অধিক চিন্তায় মগ্ন থাকি,আর ভাবি এই বাবুই আজ আমার শরীরের ভেতরে প্রবেশ করতে চাইছে অথচ কাল দেখা হলেই বাবু আমাকে মোটেও চিনতে পারবে না।বাবুদের চোখে তখন ছানি পড়বে।আমার মূল্য বাবুদের কাছে ভোর বেলার গঙ্গা পূণ্যস্নান পর্যন্তই।তারপর বাবুরা উচু তলার আর আমার অবস্থান বাজের গলি অবধি।
উচু তলার নিচু মনের বাবুরা ভোর বেলা গঙ্গা স্ন্যান করেই হয়ে যান পবিত্র,আর আমরা শত গঙ্গা স্ন্যান করেও হয়ে থাকি বাবুদের ভাষায় বেশ্যা।বাবুদের কেও বলি ও বাবু তোমরা শত পাপ কাজ করেও দিব্যি পবিত্র থাকো।আর আমরা নিতান্তই পেটের ধান্ধায় হয়ে যাই বেশ্যা।ও বাবু ,বাবু গো আমরা কি মানুষ না।
©somewhere in net ltd.