![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
তারামন বলছি
--------------------------------
আমি তারামন বিবি বলছি।যার অস্তিত্ব এ জাতি শুধু একটি খেতাবের মাঝেই টিকে রেখেছে।যাকে নিয়ে হয়না কোন আলোচনা,টক-শো,সিনেমা বা অন্যকিছু।কোন পাঠ্যবইয়ে স্থান পায়নি আমার কৃতিত্বগাথা।স্থান পেয়েছি মাত্র একটি খেতাবে।নারী সমাজকে এগিয়ে নেয়ার কথার ফুলঝুড়ি ছুড়তে বেশ পটু আমাদের এই সমাজের ঘুনে ধরা মানুষগুলো।কিন্তু তারামন,সেতারারা স্থান পায়না কোথাও?
©somewhere in net ltd.