নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বিচার বর্হিভূত হত্যাকান্ড ! এ কোন পথে বাংলাদেশ ?

১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

বিচার বর্হিভূত হত্যাকান্ড! এ কোন পথে আমরা- --?
---------------------------------------------
প্রথমেই বলে রাখা ভালো যে কোন ধরনের অপরাধের জন্য সুষ্ঠ-নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং অপরাধির অপরাধের ধরন অনুসারে আইন দ্বারা বিচার এবং শাস্তি প্রদানের পক্ষে সবর্দাই আমার অবস্থান।কিন্তু কোন তদন্ত ছাড়াই এভাবে কথিত পুলিশী বন্দুক যুদ্ধের মাধ্যমে ঠান্ডা মাথায় হত্যাকান্ড কোনভাবেই গ্রহনযোগ্য হতে পারে না বা মেনে নেয়া যায় না।যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেই পারে।সেই অভিযোগ তদন্তের মাধ্যমে তার সত্যে মিথ্যা উদঘাটনের দায়িত্ব একটি নিদ্দিষ্ট বাহীনির দায়িত্ব।কিন্তু অভিযোগ করতে না করতেই কথিত বন্দুক যুদ্ধের মাধ্যমে ঠান্ডা মাথায় হত্যাকান্ডের ঘটনা আমাদের বেশ ভাবিয়ে তুলছে।কেননা অবস্থা প্রেক্ষিতে এখন আমরা সাধারন কেউই এই বিশেষ বাহিনীর কথিত বন্দুক যুদ্ধের আওতার বাইরে ভাবতে পারিনা।হয়তো বা দেখা যাবে আজই কোন কারনে আমাকে গ্রেফতার করা হলো।আর টাকার বিনিময়ে একটি পক্ষের হয়ে রাতেই কথিত বন্দুক যুদ্ধে সন্ত্রাসীর তকমা লাগিয়ে হত্যা করে ফেললো।পরদিন ধারাবাহিক বিবৃত্তি প্রদান ও অস্ত্র উদ্ধারের সংবাদ পরিবেশন।না আর ভাবতে পারছি না।আসলেই আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা কোথায় যাচ্ছে বা এর সত্যিকার নিয়ন্ত্রন কার হাতে।এতোদিন দেখলাম প্রথমে শীর্ষ সন্ত্রাসীদের দমনে ক্রসফায়ার,পরে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে ক্রসফায়ার,আর এখন নিজ দলের অভ্যন্তরীন নিয়ন্ত্রনের লাগাম টেনে ধরতে ক্রসফায়ার সত্যিই অবাক করা ব্যপার সব।আবার এই ক্রসফায়ারের ঘটনাকে উপলক্ষ্যে করে মাননীয় এক মন্ত্রী মহোদয় বলে দিলেন যে, সরকার কঠোর অবস্থান নিয়েছে,এ্যাকশন শুরু হয়ে গেছে,খুব দ্রুত এই প্রবণতা কমে যাবে।ভাষ্য অনুসারে তিনি ক্রসফায়ারের মতো বিচার বর্হিভূত হত্যাকান্ডকে উৎসাহিত করেছেন।তবে কি বিচার বিভাগের উপর থেকে আমাদের আস্থা দিন দিন কমে যাচ্ছে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.