নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নগ্ন শরীর

২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৭

নগ্ন শরীর
-------------------------------------
সৃষ্টির সেরা জীব হিসেবে মানব জন্মলগ্ন থেকেই তার দৈহিক ,মানসিক প্রবৃত্তিতে নগ্নতাকে ধারন করেই ভূ-তে ভূমিষ্ট হয়।নগ্নতা মানবের প্রত্যেকটি , লোমকুপ থেকে শুরু করে অস্থি-মজ্জা,মনে বিরাজমান।মানব জন্ম লগ্ন থেকেই নগ্নতাকে ধারন করেই বৃদ্ধিপ্রাপ্ত , তার বাল্যকাল,কৈশোর,যৌবন,বার্ধক্য সব কিছুতেই নগ্নতার প্রবল ছাপ পরিদৃষ্ট।এমনকি মৃত্যুর সময় ও কবরে যাওয়া পর্যন্ত নগ্নতাকে ধারন করে।এককথায় মানব সর্বদায় নগ্ন।কেননা নগ্নতা যেমন মানবের মনে সার্বক্ষনিক বিরাজ করে ঠিক তেমনি তার শরীরের গড়ন তার দৈনন্দিন কর্মের মাধ্যমেও নগ্নতার প্রকাশ ঘটে।মানবের শরীরে যে আবরন আচ্ছাদিত থাকে তা শুধু সমাজ নামক লজ্জার আবরন।প্রকৃত অর্থে মানুষের মনেই থাকে নগ্নতার বাস।তবে সে কি করে তার অন্তরের চিন্তাকে লুকিয়ে রাখেতে পারে ? আর তাইতো মাঝে মাঝে লম্বা শ্বেত শুভ্র ঢিলা আবরনের নিচেও মানবের শরীরের নগ্নতাকে দেখতে পাই।আসলে নগ্নতাই মানবের প্রকৃত আকুতি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.