![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
নগ্নতার সাতকাহন
-----------------------------------------
শুধু মনুষ্য শরীরের আবরনহীন বিষয়কে যদি তোমরা নগ্নতার ব্যখ্যা বলে প্রমান করতে প্রয়াস চালাও ,তবে সে নগ্নতার ব্যখ্যা কে আমি স্ব-দর্পে প্রত্যাখান করি।শুধুমাত্র শরীরের আবরনহীনতাই নগ্নতা নয়।নগ্নতা থাকে মনে।মনের আবরন যার নেই সে যতোই তার শরীরকে লম্ব ঢিলা ঢালা পোশাক দ্বারা আচ্ছাদিত রাখুক না কেন? সে সর্বদায় নগ্ন।মনে নগ্নতার বীজ রোপন রেখে শরীরের বাহ্যিক আবরন আচ্ছাদিত রেখে কখনো পবিত্র হওয়া যায় না।শরীরের আবরনের পরিবর্তে যদি মনের আবরন দেয়ার চিন্তা অধিক করা হয় তবেই হয়তো নগ্নতার মোচন হবে।মানুষ সর্বদাই তার লজ্জাস্থান সহ শরীরের কিয়দাংশ আবরন দ্বারা তার নগ্নতাকে ঢেকে রাখার চেষ্টা করে।কিন্তু বাইরে যতোই আবরন দ্বারা নগ্নতাকে ঢেকে রাখার চেষ্টা করুক না কেন প্রকৃত অর্থেই নগ্নতা কে ঢেকে রাখতে পারে কি? পারে না।কেননা নগ্নতার বীজ তো তার মনেই রোপন করা আছে।নগ্নতাকে পরিহার করতে শরীরের আবরনের অধিক মনের আবরন জরুরী।
©somewhere in net ltd.