নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আরে ভাই আমি হুজুর বলছি

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৭

অনেক পুরনো একটি লেখা

আরে ভাই আমি হুজুর বলছি
----------------------------------------
এই সমাজের কিছু স্বার্থান্বেষী মহল আছে যারা নিজের আখের ঠিক রাখতে প্রতিনিয়ত ধর্মকে ব্যাবহার করে চলেছে।অথচ জরিপ চালালে দেখা যাবে যে, ধর্মের সর্বোচ্চ অবমাননা ঠিক তারাই করছে।সামনে ধর্মের পতাকা ঝুলিয় পেছনে শত কু-কর্মে এদের জুড়ি মেলা ভার।আবার এরাই সাধারনের সর্বশ্রদ্ধার পাত্র।ঘরের মধ্যে শত নোংরা কাজ করবে,আর ঘরের বাইরে এরা লম্বা টুপিওয়ালা হুজুর।তাদের নোংরামি যখন ধরা পড়ে ঠিক তখন ধর্মের অপব্যাখ্যা দিয়ে তারা এই অপকর্মকে জায়েজ করে ফেলে।আর এই মূর্খ সমাজ তা অমৃত হিসেবে পান করে।তাদের কাছে হুজুর হচ্ছে দেবতুল্য।হুজুর কি কোন পাপকাজ করতে পারে?আরে ও ভাই শুনছো আমিও যে হুজুর বলছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.