নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বেশ্যার রাজনীতি

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২৩

বেশ্যার রাজনীতি
----------------------------------------

তোমাদের কথিত সভ্য সমাজের ভাষায় আমরা পতিতারা (কারো কারো ভাষায় সরাসরি বেশ্যা ,) আমাদের আবাসস্থল মানে যৌনপল্লীতে অপেক্ষমান থাকি তোমাদের সভ্য সমাজের কিছু সভ্য খদ্দেরের আশাতে।এক দিন বা দু দিন না বছরের পর বছর ,ঘন্টার পর ঘন্টা, দিনে তিন থেকে চারবার অপেক্ষা শুধুই আমাদের।আমাদের শারীরিক যৌন ক্ষুধা মেটানোর তাগিদে নয়।বরং জীবন বাঁচানোর জন্য কিছু অর্থের তাগিদে।কিন্তু কপাল পোড়া আমাদের !দিনে এক খদ্দেরের আয় থেকে আমাদের পেট চালানোটা প্রায় অসম্ভব।কারন তোমাদের সভ্য সমাজের বাজার মূল্য নাকি অনেক বেশি।আর তাইতো বিছানায় একের পর এক খদ্দেরের আনাগোনা ।তোমরা করো সভ্য সমাজের রাজনীতি।সেখানে তোমরা অর্থের প্রয়োজনে মুখের ইজ্জত বিক্রি করো।আর আমরা পেটের ধান্ধায় নিজের ইজ্জত বিক্রি করে টাকা কামাই।তোমাদের ইজ্জত থাকে উপরে আর আমাদের ইজ্জত থাকে নীচে। ইজ্জত বিক্রির টাকা তোমরা যে বাজারা বিপনন করো আমাদের ইজ্জত বিক্রির টাকাও সেই একই বাজারে বিপনন করি।তোমরা টাকা উপার্জনের জন্য যেমন রাজনীতিতে নাম লিখে মুখের ইজ্জত বিক্রি করো আমরাও টাকা উপার্জনের জন্য বেশ্যার খাতায় নাম লিখে দেহের ইজ্জত বিক্রি করি।তোমরা করো টাকার রাজনীতি,আর আমরা বেশ্যার রাজনীতি।কি অদ্ভুত মিল আমাদের।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.