![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
যাহা বলিবো মিথ্যা বলিবো,মিথ্যা বলি সত্যে বলিবো না।
----------------------------------------------
যাহা বলিবো মিথ্যা বলিবো,মিথ্যা বলি কখনো সত্যে বলিবো না।যদি এই কথাটি এমন করে উপস্থাপন করা হতো তাহলে বোধকরি আমাদের বর্তমান সমাজ প্রেক্ষাপটের সাথে বেশ ভালোভাবেই খাপ খেয়ে নিতে পারতো।কিন্তু এখন আমরা বর্তমানে অন্তরে এই কথাটি ধারন করে সহসাই মুখে বলি ''যাহা বলিবো সত্যে বলিবো,সত্যে বলি মিথ্যা বলিবো না'' ।
কিন্তু আমাদের মন সবসময় মিথ্যা বলার দিকেই প্ররোচিত করে।কেননা আমরা যে সভ্য সমাজে বাস করি প্রকৃতপক্ষে সেই সমাজটাই আসলে মিথ্যা।আসলে আমরা মিথ্যার জালের উপর বাস করি।তবে সে জালটি এতোটা মজবুত না, ঠিক মাকড়োসার জালের মতো।ঠোকা দিলেই সব শেষ।আমাদের সমাজে সর্বত্র মিথ্যার জয়জয়কার।আমরা প্রতিনিয়তই মিথ্যাকে আকড়ে বিজয়উল্লাস করছি।
©somewhere in net ltd.