![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
আমাকে দেবে কি সুস্থ সমাজ ?
------------------------------------------
বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ঘটনাগুর মধ্যে অধিক আলোচিত ঘটনা হচ্ছে শিশু নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনা।শিশু নির্যাতনের ঘটনা যে আগে ঘটেনি তা নয়।এর আগেও এমন অনেক ঘটনাই ঘটছে যা শুনলে বা দেখলে গাঁ নিজের অজান্তেই শিউরে উঠবে।কিন্তু সেসব ঘটনা সংঘটিত হওয়ার সময়,স্থান,কাল পাত্র ভেদে একটা পরিমিতি বোধের মধ্যে ছিলো। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে এই সংখ্যা ক্রমাগত হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।রাজপথে বাক্স বন্দী নির্যাতিত শিশুর ক্ষত লাশ,টাকার জন্য মা-বাবার হাতে পিটনের শিকার হয়ে ৩বছরের শিশুর মৃত্যু,সিলেটে পিটিয়ে রাজনকে হত্যা,খুলনাতে রাকিবকে পায়ুপথে গ্যাস ঢুকিয়ে হত্যা,মেরে পানিতে ডুবিয়ে রাখা কিশোরীর লাশ,মায়ের হাতে বিষপানে মৃত্যুবরন কারি শিশু,সাভারে সাততলা থেকে নিচে ফেলে নিজের শিশুপুত্রকে হত্যা,মাগুড়ায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর বাঁচার লড়াই সব ঘটনার সাথে কোন না ভাবে জড়িত আমাদের সমাজেরই কিছু মানুষজন।গত বেশকিছু দিনের সংবাদগুলো পর্যবেক্ষন করলে আমাদের বিস্মিত,ক্ষুদ্ধ আর বেদনার্ত করে,দু চোখ ঝাপসা হয়ে আসে।হঠাৎ করেই কেন মানুষগুলো ইদানি শিশুদের প্রতি এতো হিংস্র হয়ে উঠছে? কেন এই নিষ্ঠুরতা? উওর জানা আছে কি কারো।আমি জানি এর উওর আমাদের কাছে নেই।কেননা আমরা হয়তো ধীরে ধীরে মানুষের জন্য বসবাস উপযোগী সমাজ ব্যবস্থা থেকে যোজন যোজন দূরে সরে যাচ্ছি।আর তাইতো এমন হিংস্রতা আমাদের শিরা-উপশিরাকে ক্রমাগত গ্রাস করে ফেলছে।আমরা হয়ে যাচ্ছি মানবিক থেকে অমানবিক।নীতি নৈতিকাতা ভূলে হচ্ছি আত্নকেন্দ্রিক।অত্যাচার ও হত্যার শিকার এসব শিশুরা আমাদের মানবিক চেতনাকে ধিক্কার দিচ্ছে।আমরা এসব ভয়াবহতা দেখছি,শুনছি তবুও মুখ বুজে চুপচাপ বসে আছি,এবং ভবিষ্যৎ প্রজন্মের চোখের সামনে মূল্যবোধের অবক্ষয়ের চিত্রকে স্পষ্ট করে রাখছি।তাহলে কি বিচারহীনতার সংস্কৃতিই আজকের এই মূল্যেবোধ বিপর্যের কারন?
©somewhere in net ltd.