নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

এ কোন ছাত্রলীগ

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৫

এ কোন ছাত্রলীগ
---------------------------------
অনেক ছোট বেলাতে পাঠ্য বইতে ''শিক্ষা গুরুর মর্যাদা'' নামে একটি কবিতা পড়ে ছিলাম।সেই কবিতাতে বাদশাহর পুত্র শিক্ষকের পায়ে শুধু পানি ঢেলে দিচ্ছিলো দেখে বাদশাহ অত্যন্ত ক্ষুদ্ধ হয়েছিলেন এবং পুত্রকে ভৎসনা করেছিলেন।ঐ কবিতাতে একজন শিক্ষকের মর্যাদা সম্পর্কে স্বয়ং বাদশাহ তার অভিব্যক্তি প্রকাশ করেছেন।
আমরাও শিক্ষাগুরুকে সর্বদা তাদের যথাযথ মর্যাদা দিতে সবসময় চেষ্টা করেছি।আজ সকালে শবিপ্রবিতে ছাত্রলীগ কে শিক্ষকদের লাঞ্চিত করার ,শুধু লাঞ্চিত করা না গায়ে হাত দেয়ার মতো যে ঘটনা টেলিভিশনে প্রত্যক্ষ করলাম তাতে করে বেশ অবাক হতে হয়।শুধু রাজনৈতিক মতাদর্শে পার্থক্যর কারনে একজন ছাত্র কি করে একজন শিক্ষকের গায়ে হাত তুলতে পারে?ছাত্রলীগের নেতার পরিচয়ের আগে তার সবচাইতে গুরুত্বপূর্ন পরিচয় হলো তার ঐ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যাদের কে পেটানো হলো তারা ঐ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।শুধু রাজনীতির কারনে যদি ছাত্র শিক্ষকের মধ্যে এমন অনভিপ্রেত সম্পর্ক তৈরি হয় তবে সে ছাত্র রাজনীতিকে থুতু দিতে ইচ্ছা করে।চাইনা এমন নোংরা ছাত্র রাজনীতি।এই ছাত্র নেতারাই হয়তো আগামীতে দেশ ও জাতির কর্নধার রূপে অধিষ্ঠিত হবে।কিন্তু প্রশ্ন যারা তাদের শিক্ষকদের সম্মান দিতে পারে না তাদের কাছ থেকে দেশ ও জাতি কি আশা করতে পারে? এদের মধ্যে কোন নীতিবোধ আদর্শ কিছুই নেই।আছে শুধু খাই খাই আর ধাপ্পাবাজি।ধীক ছাত্রলীগ ধীক ছাত্ররাজনীতি।থুতু দেই তোদের আদর্শে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.