নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একটি অন্ধ সমাজের কথা বলছি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬

একটি অন্ধ সমাজের কথা বলছি
-------------------------------------------

''এই নিয়েছে
ঐ নিলো যা,কান নিয়েছে চিলে,
চিলের পিছে ছুটছি এখন,
আমরা সবাই মিলে''

অনেক ছোট বেলায় পন্ডশ্রম কবিতাটি বেশ মজা করে পড়েছিলাম।তখন শুধু ভেবেছি যে, যা মানুষ আবার এমন বৃথা শ্রম নষ্ট করে নাকি! না জেনে, না বুঝে, মানুষ এমন কাজ করতেই পারে না।তবে এখন দেখছি আমাদের সমাজের অধিকাংশ মানুষগুলো ঠিক চিলের কান নেয়ার ঘটনার মতোই চিলের পিছে ছুটে, মিটিং, মিছিল করে, জনসভা করে চিলের শাস্তি দাবি করে।কানে হাত দিয়ে দেখার চেষ্টাটি ও করে না যে, কান তার সাথেই আছে।যা ঘটেছে বা যা নিয়ে এতো উত্তেজনা তার সবটাই হচ্ছে রটনা।

ও আরো একটি কথা এই বিবেকবান সমাজের উদ্দেশ্য বলতে চাই যে, শুনুন হে বিবেকবান মানব মনে রাখবেন সব দেখা দেখা নয়, সব শোনা শোনা নয়,আবার সব জানা জানা নয়।আমাদের দেখা,জানা,শোনার মাঝে ও অনেক ভূল আছে।কারন আমরা শুধু দেখে যাই,শুনে যাই,জেনে যাই কিন্তু আপন বিবেক বুদ্ধি দিয়ে উপলদ্ধি বা অন্তদৃষ্টি দিয়ে জানার বা শোনার চেষ্টাও করি না।আর যার ফলশ্রুতিতে আমাদের দেখা ও শোনার মাঝে অনেক ভূল থাকে।কিন্তু ভূলগুলো উপলদ্ধি করার পর আর করার কিছুই থাকে না, ঠিক পন্ডশ্রম কবিতাটির ঘটনার মতো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:





সমস্যা হচ্ছে, আপনার কান নেই। এবং পন্ডশ্রম আপনাকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.