![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকি হত্যা হাজারো মুক্তচিন্তার কন্ঠরোধ
----------------------------------------------------
মাঝে মাঝে ভাবি অনেক তো হল, আর কতো? আর কতো লাশ চাই, রক্ত চাই?
আর কতো রক্ত হলে তৃষ্ণা মিটবে সাম্প্রদায়িক নর ঘাতকদের। সাম্প্রদায়িক উগ্রতার শেষ বাক্য দাড়ি বসাতে না জানি আরো কতো রক্ত দিতে হবে দেশের কীর্তিমানদের।
তবুও এই নারকীয় সাম্প্রদায়িক নরহত্যা বন্ধ হবে কিনা জানিনা।কেননা আমাদের দেশের বিচারহীনতার সংস্কৃতি আর সে স্বপ্ন দেখাতে বা আশা জাগাতে পারে না।
আমাদের বসবাস , আমাদের জীবনের নিরাপত্তা,স্বাভাবিক মৃত্যুরর গ্যারান্টি সব কিছুই এখন দোদুল্যমান অবস্থায় বিদ্যামান।বাড়ির বাহিরে তো দূরে থাক স্বয়ং নিজের ঘরেও যে নিরাপদ নেই সে কথা হলফ করে বলা যেতে পারে।
সারা দেশে একের পর এক মুক্তচিন্তা বা প্রগতিশীল ব্যক্তিদের উপর নারকীয় হামলা দেশের উগ্র সাম্প্রদায়িকতার অস্তিত্ব কেই স্বীকার করে।অথচ সরকার বরাবরই উগ্র সাম্প্রদায়িকতার বিষয়টি অত্যন্ত সু কৌশলে এড়িয়ে যাবার প্রচেষ্টা চালাচ্ছে। আর এতে করে উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী আরো উৎসাহ পাচ্ছে।যার ফলশ্রুতিতে তারা একের পর এক ঘটিয়ে চলেছে নারকীয় হত্যাকান্ড।
কিন্তু এভাবে আর কতো?
আজ এক রেজাউল করিম এর হত্যাই মূল আলোচ্য বিষয় হতে পারে না।এখানে হাজারো মুক্তচিন্তার কন্ঠরোধের বিষয়টি অত্যন্ত স্পট।
ধর্মের নামে এসব উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী মূলত মুক্ত বুদ্ধিপ্রবৃত্তির চরচা কেই নৎসাত করতে চায়।
ইসলাম ধর্ম কখনো এমন কাপুরুষচিত হত্যাকান্ড কে সমর্থন করে না।ইসলাম সর্বদায় শান্তির ধর্ম।অথচ এসব উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্ম এর অপ-ব্যাখ্যা দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের পায়তারা করে চলেছে।
কিন্তু এদের ব্যাপারে কার্যকরি ভূমিকা গ্রহনের ক্ষেত্রে সরকার বরাবরই ব্যারথতার পরিচয় দিচ্ছে।
সরকারকে মূল সমস্যার জায়গাটি খুজে বের করে দ্রুত সমাধানের পথ খুজতে হবে। তা না হলে এই মুক্তচিন্তার মানুষদের লাশের স্তুপ জমা হতেই থাকবে।
©somewhere in net ltd.