![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
হারিয়ে যাই ছেলে বেলায়
---------------------------------------------
আজ ভ্যানে যেতে যেতে এক ভাইয়ের সাথে পুরনো কিছু খেলার বিষয়ে কথা হচ্ছিলো।তার সাথে গল্প করতে গিয়ে নিজের অজান্তেই হারিয়ে গিয়েছিলাম আমার ছেলে বেলার খেলার জগতে।মানে আমার শৈশবে।সেই দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, হা-ডু-ডু, ডাংগুলি,বৌ ছি, কানামাছি ভো ভো, পান্তা বুডি, আনাবাবু, মারবেল, আইস্ক্রিম, ইচিংবিচিং, লুকোচুরি, চোর পুলিশ, গাছ বোয়ানো সহ আরো কতো মজার খেলা। পান্তা বুডি খেলতে গিয়ে সেকি অবস্থা, বুডি কে নিয়ে নানা কান্ড তো আছেই।দাড়িয়াবান্ধা খেলাতে নুন খাওয়া নিয়ে তো একেবারে মারামারি লাগতো। কিন্তু সবই এখন অতীত।এসব খেলা হারিয়ে যাওয়ার পথে। এখনকার ছেলে মেয়েরা এসব খেলার নামটিও মনে হয় জানে না।তারা এখন তো ক্রিকেট খেলা নিয়েই ব্যাস্ত।তবে এসব খেলা কিন্তু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যর ই অংশ।
২| ২৬ শে মে, ২০১৬ রাত ১১:৪০
মো: মেহেরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:০৭
বিজন রয় বলেছেন: সুন্দর।