নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বেশ্যার অর্ন্তবাস

০৯ ই জুন, ২০১৬ রাত ১২:৫৩

বেশ্যার অর্ন্তবাস
-----------------------------------
আমার দেহটি বাবু যেমন চাটিয়া পুটিয়া ভোগ করেন ঠিক তেমনি আমার অর্ন্তবাস বাবুর কি কাজে আসে বুঝি না। বাবুর মতিগতি বোঝা বড়ই কঠিন। কেন যে বাবু মাঝে মাঝে, না মাঝে মাঝে বললে ভূল হবে, প্রায়ই আমার পরিধেয় অর্ন্তবাস টি নিয়া টানাটানি করে।


আবার বাবু যখন আমার গৃহে আসেন তখন সাথে করে একখানা অর্ন্তবাস আনা চা ই ---চাই।একেকবার একেক রকম, একেক রঙ্গের।বাবুর এতো রুচি আসে কোথা থেকে বুঝি না।কেন যে তিনি আমার অর্ন্তবাস খানা নিয়ে এতো উতলা । তবে শুনেছি বাবুর নাকি যখন ইয়ে হয় তখন মানে আমার গৃহে আসতে বাধাপ্রাপ্ত হন ওনার কর্তৃ দ্বারা তখন নাকি আমার অর্ন্তবাস খানাকেই সম্বল করে নিদ্রা যান।

একবার মুখফুটে বলেও ছিলাম বাবুকে,

 " ও বাবু আমাকে ছাড়া যখন তোমার চলা দায় তখন এক কাজ করলেই তো পারো, আমাকে না হয় তোমার ঘরের -----? তাহলে তো আর শুধু শুধু আমার অর্ন্তবাস নিয়ে নিদ্রা যেতে হয় না।"

প্রতি উত্তরে বাবুর কি অগ্নিমূর্তি দেখলাম। আমাকে কি নোংড়া ভাষায় গালিটা না দিলো।

"বেশ্যা মাগীর কথা শোন, বলে কিনা ঘরে নিতে। আরে মাগী তোরেই যদি ঘরে নিতাম তাহলে আর বিয়ে করতাম না। বেশার শখ কতো"

ও বাবু গালি দাও কেন। বেশ্যার কাছে আসো, ফুর্তি করো, আবার চলেও যাও।আবার আসো আবার যাও।বেশ্যাকে ঘরে  নিতে পারো না, কিন্তু এই বেশ্যার অর্ন্তবাস তো ঠিকই সুটকেসে যত্নে রাখো।তোমরা বেশ্যাকে ঘরে নিতে পারো না, কিন্তু বেশ্যার আদর, গায়ের গন্ধ গায়ে মাখতে পারো।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৬ রাত ১:০৭

ওলিনোমান বলেছেন: কঠিন বাস্তবতা ...।

২| ০৯ ই জুন, ২০১৬ রাত ২:২২

অতনু কুমার সেন বলেছেন: কঠিন বাস্তবতা

৩| ০৯ ই জুন, ২০১৬ রাত ২:৪৭

বিন্দু বিসর্গ বলেছেন: মন্তব্য নেই ।

কিন্তু মনের মাঝে প্রচণ্ড ঘৃনা আছে কিছু স্বার্থবাদী মানুষের জন্য । যারা কিনা প্রতিনিয়ত ....


আর বলতে পারছি না ...

৪| ০৯ ই জুন, ২০১৬ রাত ৩:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ্যাদের বাবু হয়, বর হয়না!

৫| ০৯ ই জুন, ২০১৬ সকাল ৯:১১

মো: মেহেরুল ইসলাম বলেছেন: সমাজের ঘুনেধরা মানুষগুলো যারা আছে তাদের কাছে বেশ্যারা ভোগের বস্তু

৬| ০৯ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৭

নতুন বলেছেন: সমাজের এই রকমের ভন্ডামী আছে আরো অনেক বিষয়েই...

সমাজ এখনো চায় কিছু মানুষ দরিদ্র থাকুক যাতে তারা কাজের মেয়ে কাজের ছেলে পেতে পারে...কিছু মানুষ ঝাড়ুদার,কাজের মানুষ, জুতাপালিশ ওয়ালা হয়ে থাকুক... :(

সকল প্রানই সমান দামী... সেটা যতদিন পযন্ত সবাই না ভাববে ততদিন পযন্ত এই অবস্তার উন্নতি হবেনা।

আর আমাদের সমাজের পতিতারা সবাই কিন্তু নিজের ইচ্ছার বিরুদ্ধেই পতিতা হয়... এক রকমের দাসীর জীবন জাপন করে... সমাজ রাস্ট কেউই কিন্তু এই পতিতা প্রথার বিনাশে সত্যিকারের কাজ করছে না।

৭| ০৯ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৭

মো: মেহেরুল ইসলাম বলেছেন: ঠিক বলেছেন ভাই

৮| ০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৩

মো: মেহেরুল ইসলাম বলেছেন: জাতের কি ধর্ম আছে,

৯| ০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:৫০

মো: মেহেরুল ইসলাম বলেছেন: সবাই নিজেদের ইচ্ছার বিরুদ্ধে ঘটনা চক্রে এই পতিতাবৃত্তি তে নাম লেখায়। অথচ তাদের ব্যাপারে সমাজ রাষ্ট্র বরাবরই নির্বাক দর্শক।

১০| ১০ ই জুন, ২০১৬ রাত ১:৪৬

চন্দ্রভুক বলেছেন: বেশ্যাদের বর হয় না ,বাবু হয় ? এটা সত্য। তবে বেশ্যাদের প্রেমিকও হয় । পতিতালয়ের পতিতারা বাবুদের সাথে শুয়ে জীবনধারণ করে কিন্তু স্কুল ,কলেজ আর ভার্সিটির সভ্যরা প্রেমিকের সাথে শুয়ে বাবা মার পছন্দে বিয়ে করে । কারা ভালো - পেশাদার পতিতা নাকি রুম ডেট করা প্রেমিকা ?

১১| ১০ ই জুন, ২০১৬ রাত ৩:৩৩

কালনী ছাগু বলেছেন: খুবই ভাল লিখেছেন ভাই আমার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.