![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
শুনতে কি পাও?
--------------------------------------
আমার ক্রন্দনরত আকুতির প্রচন্ড চিৎকার জানি তোমাদের কর্ণের আস্তরন ভেদ করে জানি কখোনোই পৌছবেনা তোমাদের বিলাসিতার মস্তিষ্কে।তোমরা সুখের আল্লাহদে বসে বসে কফি খাও,জুস খাও,বিরিয়ানী খাও,ইত্যাদি ইত্যাদি দ্বারা নিজেদের উদর পুর্ণ করো ভাতের অভাবে।সেকি ! আশ্চার্য না হয়ে পারলাম না।তোমাদেরও ভাতের অভাব?আমি তো ভাবতাম দু মুঠো ভাতের সন্ধানে শুধু আমাদের পোড়া হাড্ডি গুলো বারবার রোদে শুকাতে হয়।রোদে শুকিয়েই বা লাভ কি।তবুও তো এই উদর পিন্ডি ভরাতেই পারিনা।এখন দেখছি তোমাদের এতো এতো ভাতের ডালি থাকলেও উদর পিন্ডি নাকি ভরছে না।একমুঠো ভাতের অভাবে নাকি জুস খাও।এবার দেখ তোমাদের আর আমাদের মাঝে কি মেলবন্ধন।পার্থক্যটা কোথায় জানো ভাতের অভাবে আমরা লবন মিশ্রিত শুধু পানি খাই আর তোমরা খাও ফরমালিন,পচাঁ ফলের রসযুক্ত পানি।এবার আসো বন্ধুত্ব করি।
©somewhere in net ltd.