নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

লজ্জা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

লজ্জা
-------------------------

লজ্জা তুমি কোথা থাকো? নর-নারীর আবরনের নিচে না উপরে, কোথায় তোমার আবাস।পুরুষের পুরুষাঙ্গের শিরার শিহরনে নাকি নারীর বিশেষ অঙ্গে।নাকের ডগায় নাকি মিথ্যুকদের মুখাবরনে, পুরুষের বক্ষদেশে নাকি নারীর স্তনের বোটায়।মানবের পায়ের আঙ্গুলে নাকি পাদুকার নিচ হতে মুণ্ডু পর্যন্ত। আসলে কোথায় তোমার আবাস! তা ভেবে আমি সর্বদা ব্যকুল।কোথা গেলে পাবো তোমার দেখা।কোন গহীন অরণ্য থাকো তুমি, লজ্জা।একটু কি দেবে দেখা, কেননা তোমার দর্শনে আমিও একটু লাজ্জায় লজ্জিত হতে চাই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: যৌনতা প্রকাশকারী অঙ্গগুলোকে লজ্জার বর্ণনায় এনে আচরণিক পরিবর্তনে কিছু প্রভাব ফেলতে চেষ্টা করেছেন। কথা, পোষাক, পোষাক পরিধান, হাত-পা নাড়াচাড়া, দৃষ্টি ফেলা, অঙ্গভঙ্গি অনেক কিছুর সাথে লজ্জার সম্পর্ক রয়েছে। অপ্রয়োজনীয় লজ্জা দেখানো মানুষের নিজের ক্ষতি করে, আবার লজ্জা না থাকায় অন্যের ক্ষতি করে, মানসিক যন্ত্রনায় ফেলে।

ভাল থাকুন। ধন্যবাদ।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২

মো: মেহেরুল ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সভ্যার সাথে সাথে সময়ের সিড়ি ভেঙ্গে মানুষের লজ্জা অনেকটাই নীচে নেমে গেছে। তারপরেও লজ্জা থাকা উচিত।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৩

শাহীবুল বারী বলেছেন: সভ্যতা মানুষকে সভ্য করেছে,,,
লজ্জা দেখতে নেই, দেখাতেও নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.